মন্দিরের সেবাইত প্রশান্ত অধিকারী জানান, আজ থেকে প্রায় দু’শো বছরের প্রাচীন লালাবাবুর আমলে এই কান্দি রাজ পরিবারের রাস উৎসবের সূচনা করা হয়েছে। মুর্শিদাবাদ জেলার কান্দি রাধাবল্লভ জিউর মন্দিরের রাসযাত্রার একটা আলাদা গুরুত্ব রয়েছে। চিরাচরিত প্রথা অনুযায়ী এই রাস উৎসব মেতে ওঠেন কান্দিবাসী। কান্দি ছাড়া পাশের বিভিন্ন এলাকা থেকেও বহু মানুষ এখানে পুজো দিতে ও রাস্তায় উৎসব দেখতে আসেন।
advertisement
শীতের শুরুতে এই রাস উৎসবে মেতে ওঠেন সাধারণ মানুষ। বুধবার সন্ধ্যায় মন্দির প্রাঙ্গনে প্রথমে ভাগবত পাঠ ও পরে রাসযাত্রার সূচনা করা হয়। আগামী ১৫ দিন ধরে চিরাচরিত প্রথা অনুযায়ী এই রাস উৎসব চলবে। উৎসব উপলক্ষে বসেছে বিশাল মেলা। আতশবাজি প্রদর্শনী সহ রাস উৎসব দেখতে ভিড় জমাচ্ছেন বহু সাধারণ মানুষ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বছর ধুমধামের সঙ্গে রাস উৎসবের আয়োজন করা হয়েছে। বিভিন্ন দেবদেবীকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। মুর্শিদাবাদ জেলার প্রাচীন এক রাস উৎসব এটি। অন্যদিকে কান্দি ছাতিনাকান্দি আদিরাপাড়া ব্যানার্জি বাড়িতেও রাসযাত্রার সূচনা হয়েছে। গতকাল সন্ধ্যাতেই বিশেষ পূজাপাঠের মধ্যে দিয়ে এই রাসযাত্রায় মেতে ওঠেন পরিবারের সদস্যরা।





