Raas Utsav: রাস উৎসবে পরিবেশ সচেতনতার বার্তা! ‘বাঁশে ফুলে কালী সাজে’ থিমে নজর কাড়ছে দাঁইহাটের ক্লাব, বাড়ি বসেই দেখুন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Raas Utsav: দাঁইহাটের এই মণ্ডপের দিকে তাকালে বাঁশ, আলো ও পরিবেশবান্ধব বিভিন্ন সামগ্রীর সূক্ষ্ম কারুকার্য চোখে পড়বে। ইতিমধ্যেই এই মণ্ডপে ভিড় জমাতে শুরু করেছেন দর্শনার্থীরা।
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরীঃ রাস উৎসবের থিমেও উঠে এল পরিবেশ সচেতনতার বার্তা। পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে সাজিয়ে তোলা হয়েছে দাঁইহাটের এক ক্লাবের রাসের মণ্ডপ। বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গায় রাস পূর্ণিমা পালিত হচ্ছে। পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট শহরেও সাড়ম্বরে রাস উৎসব পালিত হয়। এই উৎসবকে কেন্দ্র করে মেতে ওঠে এই শহর ও সংলগ্ন এলাকা। এই বছর দাঁইহাটের একটি পুজো মণ্ডপ মূলত বাঁশ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। মণ্ডপসজ্জা থেকে প্লাস্টিক বাদ দিতেই এই ভাবনা বলে মত আয়োজকদের।
দাঁইহাট রেডসান ক্লাবের এবারের থিম ‘বাঁশে ফুলে কালী সাজে’। মণ্ডপের গায়ে ক্লাবের বিষয় ভাবনার ছাপ ফুটে উঠেছে। এই প্রসঙ্গে ক্লাবের সেক্রেটারি জয়দেব সরকার বলেন, “দাঁইহাটবাসীকে আমরা নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। এবার থিমের মাধ্যমেই পরিবেশ সচেতনতার বার্তা দিচ্ছি। বাঁশ, কঞ্চি এইসব দিয়েই মূলত পুরো থিম তৈরি হয়েছে। আমাদের পুজো হল মহিরাবণ বধ।”
advertisement
আরও পড়ুনঃ রাস উৎসবেও থিমের চমক! নজর কাড়ছে দাঁইহাট, ৫ লক্ষের ‘মায়াজাল’ দেখতে ছুটে আসছে দূরদূরান্তের মানুষ
দাঁইহাট শহরের এই রাস উৎসব প্রায় শতাব্দী প্রাচীন বলে মত স্থানীয়দের। গঙ্গার তীরে এই শহর জুড়ে ছোট বড় মিলিয়ে একাধিক পুজো হয়। কোথাও কৃষ্ণ, কোথাও আবার কালী আরাধনা হয়। রাস উৎসবকে ঘিরে কার্যত শাক্ত-বৈষ্ণবের মিলনক্ষেত্রের রূপ নিয়েছে পূর্ব বর্ধমানের এই শহর।
advertisement
advertisement
অন্যদিকে রেডসান ক্লাবের মণ্ডপের দিকে তাকালে বাঁশ, আলো ও পরিবেশবান্ধব বিভিন্ন সামগ্রীর সূক্ষ্ম কারুকার্য চোখে পড়বে। ইতিমধ্যেই এই মণ্ডপে ভিড় জমাতে শুরু করেছেন দর্শনার্থীরা। প্যান্ডেলের গায়ে নান্দনিক এই শিল্পকর্ম ক্যামেরাবন্দি করছেন অনেকে। এমনই এক দর্শনার্থী অশ্রুজিৎ বণিক জানান, “বাঁশ দিয়েও এত সুন্দর থিম প্রস্তুত করা যায়, সেটা এখানে না এলে বুঝতে পারতাম না। এখানে এসে এই থিম দেখে বেশ ভাললাগল।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যান্যবারের মতো এবারও দুই দিন ধরে রাস উৎসব পালন করা হবে। কিন্তু দর্শনার্থীদের দেখার সুবিধার্থে আগামী কিছুদিন এই মণ্ডপ রাখা হবে বলে ক্লাবের তরফে জানানো হয়েছে। প্রতিমা থেকে বিষয় ভাবনা, মণ্ডপসজ্জা সবটাই এবারের রাস উৎসবে দাঁইহাটবাসী ও দূরদূরান্ত থেকে আগত দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
November 05, 2025 7:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Raas Utsav: রাস উৎসবে পরিবেশ সচেতনতার বার্তা! ‘বাঁশে ফুলে কালী সাজে’ থিমে নজর কাড়ছে দাঁইহাটের ক্লাব, বাড়ি বসেই দেখুন
