এক মায়ের গর্ভে একসঙ্গে চার সন্তান বেড়ে ওঠে, যে কারণে স্বাভাবিক দেহের ওজনের থেকে অনেকটাই কম হয় শিশুদের ওজন। তাদের আরও পরিণত করতে ডাক্তারের নিখুঁত নজরদারি প্রয়োজন। সেই জন্য বাগনানের বেসরকারি হাসপাতাল থেকে তাদের চারজনকে কলকাতার শিশুমঙ্গল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। নর্মাল ডেলিভারি হওয়ার পরে মা সঙ্গীতা অধিকারী ওই হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরেছেন শনিবার।
advertisement
আরও পড়ুনঃ চিকিৎসক বলেছিলেন ৩ সন্তান সঙ্গীতার গর্ভে, কিন্তু সিজারের সময় এ কী দেখলেন চিকিৎসক! বাগনানে বিরল কাণ্ড
সমাজ মাধ্যমে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। একসঙ্গে চার শিশু, সদ্যোজাত শিশু ও তার পরিবারকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে নেটিজেনরা। অনেকই আবার এই চার সন্তানের লালন-পালন সম্পর্কে তাদের নানা মত বিনিময় করেছেন। টানা কয়েকদিন জেলা জুড়ে, এ প্রসঙ্গে চর্চা চলছেই।
বাগনান বীরকুলের অধিকারী পরিবারে এত বড় খুশির দিন হলেও তারা মন থেকে খুশি হতে পারছেন না। বাড়িতে ফিরেও সন্তানদের কাছে না পেয়ে ভারাক্রান্ত মা সঙ্গীতা অধিকারীর মন। স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার নর্মাল ডেলিভারি হওয়ার পরই চার সন্তানকে কলকাতার শিশুমঙ্গল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দ্রুত সন্তানদের মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন চিকিৎসকরা। চার সন্তানের মধ্যে প্রথম দুটি সন্তান কন্যা, তৃতীয় সন্তান পুত্র এবং চতুর্থ সন্তান কন্যা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এক কন্যা সন্তানের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই।
রাকেশ মাইতি






