আলিপুরদুয়ারের হাসিমারা চৌপথি এলাকা থেকে রাতে উদ্ধার হল একটি বিশালাকার অজগর।এই অজগরটি প্রায় ১২ ফুট লম্বা বলে বনদফতরের তরফে জানা গিয়েছে।তবে লোকালয়ে কিভাবে চলে এল অজগরটি তা বুঝে উঠতে পারছেন না কেউই। এক গাড়ির চালক ওই এলাকা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় অজগরটিকে রাস্তার ওপর প্রথম দেখতে পান।প্রথমে এত বড় অজগরটিকে দেখে ভয় পেয়ে যান গাড়ির চালক।তাঁর জোরে গাড়ির ব্রেক কষার শব্দে ছুটে আসেন স্থানীয়রা।এরপর খবর দেওয়া হয় বন দফতরের হ্যামিল্টনগঞ্জ রেঞ্জে।
advertisement
আরও পড়ুন: লোকসভার আগেই বাংলায় নতুন দুই জাতীয় সড়ক? বড় সিদ্ধান্তের পথে নবান্ন
এলাকায় এত বড় অজগর আগে কখনও দেখা যায়নি বলে জানান স্থানীয়রা।রাধা শা নামের স্থানীয় এক মহিলা জানান, “কোথা থেকে এল বুঝলাম না।কারও বাড়িতে ঢুকে গেলে কি ভয়ঙ্কর পরিস্থিতি হত।বাড়িতে সবাই মুরগি,ছাগল পালন করে।সেগুলি খেয়ে নিত।পারলে মানুষ খেয়ে নিত।ভয়ে গা কাঁটা দিচ্ছে।”
আরও পড়ুন: রেশন দুর্নীতির তদন্তে ইডির নজরে পড়তে পারে যে কারও রেশন কার্ড! চাঞ্চল্যকর তথ্য সামনে
পরবর্তীতে হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের পাঁচজন বনকর্মী অজগরটিকে উদ্ধার করে নিয়ে যান।অজগরটি রক পাইথন প্রজাতির।শরীরে কালো ছোপ রয়েছে।
—- Annanya Dey