বিশেষ করে বর্তমানে হাতে আঁকা ম্যাপের পরিবর্তে ডিজিটাল নকশা বাধ্যতামূলক হওয়ায় দক্ষ আমিন সার্ভেয়ারদের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি পুরুলিয়া জেলার মানবাজারে একটি আমিন ডিজিটাল সার্ভে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল।
advertisement
চলছে ডিজিটাল আমিন সার্ভে প্রশিক্ষণ
‘পশ্চিমবঙ্গ সেলফ এমপ্লয়েড ল্যান্ড সার্ভেয়ার এসোসিয়েশন’-এর পুরুলিয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই শিবিরে জেলার বিভিন্ন ব্লক থেকে আগত মোট ১৩০ জন আমিন সার্ভেয়ার ডিজিটাল সার্ভের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন।
আরও পড়ুনঃ লেপার্ডের চামড়া পাচারকারিদের বিনাশে উদ্যত জলদাপাড়া জাতীয় উদ্যান, ৩ ধৃতের কড়া সাজা ঘোষণা আদালতে
এখানে প্রশিক্ষণ নিয়ে তারা হাতে আঁকা ম্যাপের পরিবর্তে এবার থেকে ডিজিটাল সার্ভের মাধ্যমে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। যার ফলে তাদের কাজ করার ক্ষেত্র সহজ ও নির্ভুল হবে। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের পুরুলিয়া জেলা শাখার সভাপতি ধরণী ধর বাস্কে, সহ-সভাপতি প্রশান্ত মাহাতো, সম্পাদক প্রভাস চন্দ্র মাঝি, পাশাপাশি কোম্পানির আধিকারিক দীপক পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ধরনের প্রশিক্ষণ শিবির জেলার যুবসমাজকে প্রযুক্তিনির্ভর দক্ষতায় সমৃদ্ধ করে তুলছে। পাশাপাশি ভবিষ্যতে কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরতার পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।





