Alipurduar News: লেপার্ডের চামড়া পাচারকারিদের বিনাশে উদ্যত জলদাপাড়া জাতীয় উদ্যান, ৩ ধৃতের কড়া সাজা ঘোষণা আদালতে

Last Updated:

Alipurduar News: লেপার্ডের চামড়া পাচার করতে গিয়ে ধৃত তিনজনের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দিলেন আলিপুরদুয়ারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

লেপার্ডের চামড়া পাচার করতে গিয়ে ধৃত ৩
লেপার্ডের চামড়া পাচার করতে গিয়ে ধৃত ৩
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: লেপার্ডের চামড়া পাচার করতে গিয়ে ধৃত তিনজনের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দিলেন আলিপুরদুয়ারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
জলদাপাড়া জাতীয় উদ্যানের করা একটি মামলায় এই রায় দেন বিচারক। রায়ের পরেই ভিডিও বার্তা দিয়ে বন্যজন্তু ও তার দেহাংশ পাচারকারিদের হুশিয়ারি দিয়েছেন জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও পারভীন কাশোয়ান। তিনি বলেন, ‘শুধু এদিনের তিন জন নয়, গত তিন মাসে আমাদের করা মামলায় ১৩ জনকে কঠোর সাজা শুনিয়েছে আদালত। এই কারণে আমরা আদালতের কাছে কৃতজ্ঞ। বন্যজন্তু ও তার দেহাংশ পাচারকারিদের আমরা বলতে চাই আমরা আপনাদের উপর নজর রাখছি। সমাজের মূল স্রোতে ফিরে আসুন, না হলে আপনাদের অবস্থাও একই রকম হবে। কারণ তথ্য প্রমাণ সংগ্রহ ও আদালতে পেশের ক্ষেত্রে আমাদের কর্মীরা অত্যন্ত দক্ষ।’
advertisement
আরও পড়ুনঃ  এক ফোনেই সাহায্য হাজির! শারীরিকভাবে সক্ষম ব্যক্তির পাশে দাঁড়ালেন ‘মমতার সৈনিক’, বড় উপহার হল অসহায় লিফট কর্মীর
জানা গিয়েছে, ২০২৪ সালের ২২ মে জলদাপাড়া জঙ্গল লাগোয়া খয়েরবাড়ি রোডে একটি দামি গাড়ি আটক করে বন দফতর। সেই গাড়িতে থাকা দু’জনকে গ্রেফতার করেন বনকর্মীরা। তাদের নাম তাপস বর্মন ও দীপঙ্কর মন্ডল। তাপসের বাড়ি কোচবিহার জেলার রাজপুর গ্রামে। দীপঙ্কর কোচবিহার জেলার চান্দামারি এলাকার বাসিন্দা। গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়। সেই গাড়ি থেকেই একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের চামড়া উদ্ধার হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ  যক্ষ্মা রোগীদের পাশে রাজ্য সরকার! গ্রামসভার বৈঠক থেকে মুমূর্ষ রোগীদের জন্য দেওয়া হল ৬ মাসের পুষ্টিকর খাবার 
এরপর ঘটনার তদন্ত নেমে কোচবিহার জেলার রাজারহাটের বাসিন্দা ভূপেন বর্মনের খোঁজ পায় জলদাপাড়া জাতীয় উদ্যানের অ্যান্টি ক্রাইম টিম। ওই বছর ৩১ মে ভূপেনকে গ্রেফতার করে বন দফতর। তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। তিনি জানান, আলিপুরদুয়ারের মথুরা চা বাগানে মাটির নিচে চিতাবাঘের চামড়া ও হার লুকিয়ে রাখা আছে। পরে মাটি খুঁড়ে সেগুলো উদ্ধার করে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ।
advertisement
এই তিনজনের বিরুদ্ধে বন্যপ্রাণ সুরক্ষা আইন ১৯৭২ অনুযায়ী মামলা করে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। সেই মামলায় মঙ্গলবার রায় দিল আদালত। তবে অভিযুক্তরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ্য হবেন বলে জানা গিয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: লেপার্ডের চামড়া পাচারকারিদের বিনাশে উদ্যত জলদাপাড়া জাতীয় উদ্যান, ৩ ধৃতের কড়া সাজা ঘোষণা আদালতে
Next Article
advertisement
SIR Update: মধ্যপ্রদেশে বাদ ৪২ লক্ষ নাম, কেরল-ছত্তীসগড়ে কত? আরও তিন রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের
মধ্যপ্রদেশে বাদ ৪২ লক্ষ নাম, কেরল-ছত্তীসগড়ে কত? আরও ৩ রাজ্যে প্রকাশিত খসড়া ভোটার তালিকা
  • আরও তিন রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের৷

  • মধ্যপ্রদেশ, কেরল, ছত্তীসগড়ে প্রকাশিত তালিকা৷

  • মধ্যপ্রদেশেই বাদ গেল ৪২ লক্ষ নাম৷

VIEW MORE
advertisement
advertisement