TRENDING:

মনসা পুজোর ঘট আনতে গিয়ে মর্মান্তিক ঘটনা! তলিয়ে গেল যুবক, ৩ দিন পর উদ্ধার দেহ

Last Updated:

মনসা পুজোর আনন্দে যখন মেতে উঠেছিল গোটা পুরুলিয়া, ঠিক সেই সময় ঝালদায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ঘট আনতে গিয়ে জলে তলিয়ে প্রাণ হারালেন যুবক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝালদা, শর্মিষ্ঠা ব্যানার্জি: মনসা পুজোর আনন্দে যখন মেতে উঠেছিল গোটা পুরুলিয়া, ঠিক সেই সময় ঝালদায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। মনসা পুজোর ঘট তুলতে গিয়ে জলে তলিয়ে গিয়েছিল এক যুবক। তিনদিন পর উদ্ধার হল যুবকের দেহ। ঘটনাটি ঘটেছে ঝালদার বেনাবাঁধে।‌ মৃতের নাম শুভজিৎ বাগতি। বয়স আনুমানিক ১৮ বছর।
advertisement

সূত্র মারফত জানা গিয়েছে, গত ১৭ আগস্ট থেকে শুভজিৎ মনসা পুজোর বারি তুলতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। ঘটনার তিনদিন পর অর্থাৎ মঙ্গলবার সকালে ঝালদার ১১ নম্বর ওয়ার্ডের বেনাবাঁধ এলাকার একটি পুকুর থেকে উদ্ধার হয় তার দেহ।স্থানীয়রা সকালে পুকুরে ভাসমান দেহটি দেখতে পেয়ে ঝালদা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও গভমেন্ট হাসপাতালে পাঠান হয় ময়নাতদন্তের জন্য।

advertisement

আরও পড়ুন: ৯ ফুট ব্যাসের বিশাল পদ্মপাতা, মানুষ বসলেও কিচ্ছু যায় আসে না! রয়েছে হাতের কাছেই, জানুন কোথায়

View More

ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ায় ওই এলাকায়। পরিবারের দাবি, শুভজিৎ ছিল তাদের একমাত্র ছেলে। শুভজিৎ-এর মা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন। কোনওরকমে সংসার চলে তাদের। সামান্য রোজগারের টাকাতেই ছেলেকে মানুষ করেছে মা। ছেলে মারা যাওয়ায় একেবারে দিশাহীন হয়ে পড়েছে পরিবার।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ইমেল, হোয়াটসঅ্যাপের ‌যুগে হঠাৎ রানারের দেখা! হচ্ছে টা কী বাগনানে!
আরও দেখুন

ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তারা। এরই পাশাপাশি ক্ষতিপূরণের দাবি রেখেছেন তারা। উৎসবের আনন্দের মাঝেই শোকের ছায়া ঝালদায়। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মনসা পুজোর ঘট আনতে গিয়ে মর্মান্তিক ঘটনা! তলিয়ে গেল যুবক, ৩ দিন পর উদ্ধার দেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল