৯ ফুট ব্যাসের বিশাল পদ্মপাতা, মানুষ বসলেও কিচ্ছু যায় আসে না! রয়েছে হাতের কাছেই, জানুন কোথায়

Last Updated:

বিশাল আকৃতির এই পদ্ম পাতার ৮-৯ ফুট পর্যন্ত ব্যাস হতে পারে। বিশাল আকৃতির এই পাতা জলে ৪০ থেকে ৪৫ কেজি ওজন ভার বহন করতে পারে।

+
ভিক্টোরিয়া

ভিক্টোরিয়া অ্যামাজনিকা পদ্ম বোটানিক্যাল গার্ডেনে অন্যতম আকর্ষণ

বোটানিক্যাল গার্ডেন, রাকেশ মাইতি: বোটানিক্যাল গার্ডেনের আকর্ষণ ভিক্টোরিয়া অ্যামজনিকা পদ্ম! হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে আকর্ষণীয় জিনিসগুলির মধ্যে অন্যতম এই উদ্ভিদ। জলজ এই উদ্ভিদের পাতা ভীষণ ভাবে পর্যটককে আকৃষ্ট করে। বিশাল আকৃতির পাতার ৮-৯ ফুট পর্যন্ত ব্যাস হতে পারে। বিশাল আকৃতির এই পাতা জলে ৪০ থেকে ৪৫ কেজি ওজন ভার বহন করতে পারে। যেখানে অনায়াসে একটি শিশু বা রোগা পাতলা একজন মানুষ ভেসে থাকতে পারবে। আবার এই জলজ উদ্ভিদের ফুলের বিশেষত্বও কম নয়।
ভিক্টোরিয়া অ্যামাজনিকা পদ্ম অ্যামাজন নদীর অববাহিকার স্থানীয় উদ্ভিদ। এটিকে ভিক্টোরিয়া ওয়াটার লিলি বা জায়ান্ট ওয়াটার লিলিও বলা হয়। অসংখ্য পাপড়ি বিশিষ্ট সুদর্শন একটি ফুল ভিক্টোরিয়া অ্যামাজনিকা পদ্ম। বৃহৎ আকৃতির পাতার তুলনায় ফুল অনেকটা ছোট। ভিক্টোরিয়া অ্যামাজনিকা পদ্ম রঙ পরিবর্তনের জন্য বেশ আকর্ষণীয়। সারা দিনে কখনও গোপালী, কখনও হালকা গোলাপী এবং সাদা রঙের হয়।
advertisement
advertisement
এ প্রসঙ্গে হাওড়ার বোটানিক্যাল গার্ডেন ‌যুগ্ম অধিকর্তা ডঃ দেবেন্দ্র সিং জানান, বোটানিক্যাল গার্ডেনের অন্যতম অ্যামাজনের এই পদ্ম। বিশাল আকৃতির পাতার জন্য এটি বিখ্যাত পর্যটকদের ভীষণভাবে আকৃষ্ট করে। এর ফুলের বৈশিষ্ট্য বেশ আকর্ষণীয়। আচার্য জগদীশচন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ উদ্যানের বিভিন্ন স্থানে রয়েছে। যেমন বিখ্যাত বটগাছের পাশের লেক, কিংস লেক চরক উদ্যানের মধ্যের জলাশয়ে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও জানান, ভিক্টোরিয়া অ্যামাজনিকা পদ্ম ভাল মাটি জল এবং উপযুক্ত পরিবেশ পেলে ১০ থেকে ১২টি পর্যন্ত পাতা হতে পারে। চার থেকে সাড়ে চার ফুট জলের উচ্চতায় এই উদ্ভিদ ভাল জন্মায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৯ ফুট ব্যাসের বিশাল পদ্মপাতা, মানুষ বসলেও কিচ্ছু যায় আসে না! রয়েছে হাতের কাছেই, জানুন কোথায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement