সবাই আসছেন, সেখান থেকেই নিজের পছন্দমতো জামা কাপড় নিয়ে যাচ্ছেন কিন্তু তার জন্য দিতে হচ্ছে না কোনও অর্থ। একেবারে বিনামূল্যে গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের জন্য জামা কাপড় বিতরণ করছেন তারা। শুধু জামা কাপড় নয় রয়েছে বাচ্চাদের জন্য রকমারি খেলনাও। বিগত পাঁচ বছর ধরে এই ভাবেই পুজোর সময় অসহায় মানুষের মুখে হাঁসি ফোটাচ্ছেন তারা।
advertisement
এ বিষয়ে পুরুলিয়ার এই সংস্থার সদস্য কুনাল রাজগড়িয়া বলেন, পুজোর এই সময় বহু মানুষ বিভিন্ন শপিংমলে গিয়ে নতুন জামা কাপড় কেনেন। কিন্তু বহু মানুষ রয়েছে যারা এই উৎসবে নতুন বস্ত্র কিনতে পারেন না। তাদের কথা চিন্তা করেই এই প্রচেষ্টা তাদের। প্রায় এক হাজার মানুষের মধ্যে বস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছেন তারা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনয় কবিরাজ বলেন, এই সংস্থা যে উদ্যোগ নিয়েছে তা খুবই ভাল উদ্যোগ। এতে গরিব ও অসহায় মানুষেরা উপকৃত হয়েছেন। এ বিষয়ে এক প্রাপক বলেন, তিনি বিগত বছরেও নতুন কাপড় এখান থেকে পেয়েছেন। এ বছরও পেলেন। তার খুবই ভাল লাগছে নতুন জামা কাপড় পেয়ে। পুজোর আগে নতুন জামা কাপড় পেয়ে খুশি প্রাপকেরা। আনন্দের ছাপ দেখা গিয়েছে বাচ্চাদের মুখেও। সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।