আরও পড়ুন: ফুল কিনতে এসে এই বিক্রেতার কাণ্ডে থমকে দাঁড়াবেন
দু’মাস ধরে বেতন বাকি পুরুলিয়া পুরসভার সাফাই বিভাগের অস্থায়ী কর্মীদের। তার জেরেই গত শুক্রবার থেকে কর্মবিরতি শুরু করেছে তাঁরা। পুর কর্তৃপক্ষ এক মাসের বেতন মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলেও তাঁরা কোনও টাকা পাননি বলে অস্থায়ী সাফাই কর্মীদের অভিযোগ। এরপরই তাঁরা কর্মবিরতি শুরু করেন।
advertisement
সাফাই কর্মীদের কর্ম বিরতির প্রথম দিকে পুরসভার পক্ষ থেকে বলা হয়েছিল, প্রয়োজনে এজেন্সিকে দিয়ে সাফাই করানো হবে। কিন্তু এখনও পর্যন্ত সেটাও হয়নি। তাই আবর্জনার দুর্গন্ধে ক্ষোভ ছড়াতে শুরু করেছে শহরে। পুরসভায় কর্মরত ১৭০০ জন অস্থায়ী কর্মীর মধ্যে সাফাই বিভাগের অস্থায়ী কর্মীর সংখ্যা সবচেয়ে বেশি। প্রায় ৯০০ জন সাফাই কর্মী।
এই বিষয়ে পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, খুব শীঘ্রই এক মাসের বেতন আমরা দিয়ে দেব। ওয়ার্ডে থাকা নোংরা স্থায়ী কর্মীরা পরিষ্কার করার কাজ শুরু করেছেন। যেখান যেখানে বড় অংশের আবর্জনা জমে আছে তা এজেন্সিকে দিয়ে সরানো হবে।
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ভরা শীতের মরশুমে এই শহরে পর্যটকে ঠাসা থাকে। তার মধ্যেই শহরের এমন নোংরা চেহারায় অস্বস্তিতে পড়েছে পুর কর্তৃপক্ষ। এই সমস্যা সমাধানে কাউন্সিলরদের নিয়ে ইতিমধ্য বৈঠকে বসেছিলেন পুরপ্রধান। কিন্তু কর্মবিরতির পাঁচ দিন পরেও সমস্যার সমাধান হয়নি। একাধিক জায়গায় এরকম আবর্জনা পড়ে থাকায় ক্ষুব্ধ শহরের মানুষ।
শর্মিষ্ঠা ব্যানার্জি