পুরুলিয়া মানেই সবুজের সমাগম। জল-জঙ্গল, পাহাড়, ঝরনার সঙ্গে মুখোশ গ্রাম, ছৌ নৃত্য কার না ভাললাগে। বাঙালির অন্যতম প্রিয় ট্রাভেল ডেস্টিনেশন এটি। প্রত্যেক বছর শীতেই অযোধ্যা পাহাড়ে পর্যটকদের ভিড় চোখে পড়ে। এই বছরও ব্যতিক্রম হবে না বলেই মনে হচ্ছে।
আরও পড়ুনঃ খাবারের নামে নামকরণ, পুরুলিয়ার অনন্য ‘পোকোড়ি মোড়’, জানুন ইতিহাস
advertisement
সম্প্রতি উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পর অনেকেই ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন বদলেছেন। অযোধ্যা পাহাড় থেকে বড়ন্তি, মাঠা, মরগুমার মতো পর্যটনকেন্দ্রগুলিতে বুকিং হচ্ছে। শীতের দিনগুলিতে পুরুলিয়ার পর্যটন শিল্প আবার চাঙ্গা হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই শীতের বুকিং করে নিয়েছেন অনেকে।
শীত পড়লেই বাক্স প্যাঁটরা গুছিয়ে অনেকে ঘুরতে বেড়িয়ে পড়েন। কেউ ছুটে যান উত্তরবঙ্গের পাহাড়ে, কারও আবার পছন্দ সবুজে ঘেরা পুরুলিয়া। শীত যত পড়বে অযোধ্যা পাহাড়ে পর্যটকদের ভিড় ততই বাড়বে বলে মনে করা হচ্ছে। এখন থেকেই বুকিং করে ফেলেছেন অনেকে।