পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের বামনি ফলস ও মুরগুমা জলাধারে তৈরি করা হয়েছে বন বিভাগের হেল্প ডেস্ক। যাতে পর্যটকদের কোনও অসুবিধার মুখে না পড়তে হয় সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে পুরুলিয়া বনবিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, পর্যটকদের সুবিধার্থে এই হেল্প ডেস্ক চালু করা হয়েছে।
আরও পড়ুন: স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নয়া বিজনেস আইডিয়া, কফির কাপে তুফানি আড্ডা! পুরুলিয়া গেলে মিস করবেন না
advertisement
যদি কোনও পর্যটকের কিছু জিজ্ঞাসা থাকে, তাঁরা এই হেল্প ডেস্ক থেকে সেই সহযোগিতা পাবেন। এছাড়াও এই হেল্প ডেস্কে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও থাকছে। পর্যটনে যাতে আরও এগিয়ে যেতে পারে এই জেলা, সেই কারণেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দিঘা, পুরী, দার্জিলিং এর পরেই ভ্রমণ প্রেমীদের পছন্দের ডেস্টিনেশন হয়ে উঠেছে সুন্দরী পুরুলিয়া।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পর্যটনের মরশুমে পর্যটকদের ভিড়ে ঠাসা থাকে গোটা জেলা। হোটেল, রিসর্ট, হোম-স্টে সবকিছুই থাকে হাউসফুল। তাই পর্যটকদের সুবিধার্থে হেল্প ডেস্ক তৈরি করেছে জেলা বনবিভাগ। যাতে সুষ্ঠু ভাবে বড়দিন ও নববর্ষ পালন করতে পারেন পর্যটকরা। সেই কারণেই বন দফতরের এই উদ্যোগ।





