আরও পড়ুন: বদলে যাবে বাঁকুড়া স্টেশন, আর চেনাই যাবে না
এখনও পুরোপুরি আসেনি বসন্তের মরশুম। এই বসন্তকালে পুরুলিয়া এক অনন্য রূপে সেজে ওঠে। পলাশের আগুন লাগে প্রকৃতিতে। তাই বসন্ত উৎসবে অনেকেরই গন্তব্য শান্তিনিকেতনের বদলে হয়ে উঠেছে লাল মাটির জেলা পুরুলিয়া। কিন্তু পুরুলিয়ায় এখন পর্যটকদের ভিড় দেখলে সেটা মনে হওয়া দুষ্কর।
advertisement
এই বিষয়ে পুরুলিয়ায় বেড়াতে আসা পর্যটকেরা বলেন, পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনোরম যে কোনও সময় পুরুলিয়ার প্ল্যান করা যেতে পারে। শীত এখনও পুরোপুরি বিদায় নেয়নি। শীত বিদায়ের মুখে তাই হালকা ঠাণ্ডার আমেজ গায়ে মেখেই পুরুলিয়া বেড়াতে আসছে সবাই। চলছে রোদ বৃষ্টির খেলা। তারই মাঝে আছে হালকা শীতের আমেজ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কিন্তু এই শীত বিদায়ের শেষ লগ্নেও বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা ছুটে আসছেন অযোধ্যা পাহাড়ে। আর তা হবে নাই বা কেন এই জেলার এমন অপরূপ রূপ যা দেখে বারে , বারে মুগ্ধ হন পর্যটকেরা। তাই হাতে এক দু-দিন ছুটি পেলেই কাছে-পিঠে বেড়াতে যাওয়ার ঠিকানা এখন হয়ে উঠেছে লাল মাটির জেলা পুরুলিয়া।
শর্মিষ্ঠা ব্যানার্জি