রঘুনাথপুর মহকুমা শাসক কার্যালয়ে মহকুমা শাসক বিবেক পঙ্কজ এবং রঘুনাথপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক সায়ন ঘোষের হাত ধরে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হল এই গাইড বুকটি। রঘুনাথপুর মহকুমা শাসক বিবেক পঙ্কজ বলেন, “দীর্ঘদিন ধরেই এমন একটি জেলার পর্যটন বইয়ের প্রয়োজন ছিল। ‘পুরুলিয়া পর্যটন গাইড বুক’ সেই চাহিদা অনেকটাই মেটাবে। জেলায় ভ্রমণে আসা পর্যটকরা অবশ্যই এর মাধ্যমে উপকৃত হবেন।”
advertisement
আরও পড়ুন : কর্মস্থলেই ‘ধুম’ জ্বর সেনা কর্মীর, চিকিৎসা করিয়েও লাভ হল না! রাষ্ট্রীয় মর্যাদায় ঘরে ফিরল জওয়ানের দেহ
অন্যদিকে রঘুনাথপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক সায়ন ঘোষ বলেন, “পর্যটনের ক্ষেত্রে বাংলার অন্যতম আকর্ষণীয় স্থান পুরুলিয়া। পরিচিত কেন্দ্রগুলির পাশাপাশি আরও বহু মনোরম, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থান রয়েছে, যেগুলি প্রচারের অভাবে যথাযথ স্বীকৃতি পায় না। এই বইয়ে সেই সমস্ত অজানা বা কম পরিচিত পর্যটন কেন্দ্রগুলির উপরও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
‘পুরুলিয়া পর্যটন গাইড বুক’ পর্যটকদের কাছে হবে এক নির্ভরযোগ্য সঙ্গী, যেখানে ভ্রমণপথ, স্থানীয় তথ্য, ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্য এক সুসংগঠিত রূপে ধরা রয়েছে। প্রশাসন ও সংস্কৃতি দফতরের আশা, এই বই পুরুলিয়ার পর্যটনকে আরও বিস্তৃত পরিসরে পরিচিত করে তুলবে এবং জেলার সামগ্রিক পর্যটন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





