East Medinipur News: কর্মস্থলেই 'ধুম' জ্বর সেনা কর্মীর, চিকিৎসা করিয়েও লাভ হল না! রাষ্ট্রীয় মর্যাদায় ঘরে ফিরল জওয়ানের দেহ

Last Updated:

East Medinipur News: ফিরল শহিদ ছেলের কফিনবন্দি দেহ, রামনগরে গান স্যালুট-অশ্রুজলে বিদায় বীর জওয়ান উত্তম দাসের ।

+
মৃত

মৃত জওয়ানকে শেষ শ্রদ্ধা

মদন মাইতি, রামনগর: ঘরে ফিরল দেশের জন্য জীবন উৎসর্গ করা বীর জওয়ান উত্তম দাসের নিথর দেহ। দেশরক্ষার কর্তব্য পালন করতে গিয়ে জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন রামনগরের এই সাহসী সেনা। দিঘার কাছেই পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ ব্লকের কুলবধী গ্রামের বাসিন্দা তিনি। রবিবার তাঁর কফিনবন্দি দেহ এসে পৌঁছল রামনগরের গ্রামে। শোকের ছায়া কুলবধী গ্রামে।
গ্রামের বীর জোয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমিয়েছেন গোটা রামনগর এলাকার মানুষ। গ্রামবাসীদের চোখে জল আর হৃদয়ে বেদনার সাগর। দেশমাতার হয়েই শেষ নিঃশ্বাস পর্যন্ত কর্তব্য পালন করেছেন উত্তম বাবু, আর সেই দেশই তাঁকে ফিরিয়ে দিল রাষ্ট্রীয় মর্যাদায়। কর্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। বেশ কয়েকদিন ধরে শরীর খারাপ থাকলেও দেশ রক্ষায় দায়িত্বে কোনও অবহেলা করেননি উত্তম বাবু। জ্বর থাকা সত্ত্বেও দেশের সুরক্ষার কাজে ছিলেন অটল।
advertisement
advertisement
কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে সেনা ক্যাম্প থেকে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও শেষ পর্যন্ত বাঁচান সম্ভব হয়নি এই ভারত মাতার বীর সন্তানকে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। উত্তম দাসের পরিবারে রয়েছেন তাঁর বৃদ্ধ মা-বাবা, স্ত্রী এবং দুই কন্যা। সংসারের স্তম্ভ তিনি। কান্নায় ভেঙে পড়েছে পরিবার থেকে শুরু করে আত্মীয়-স্বজনেরা। তাঁর বাবা-মায়ের চোখে অশ্রুর স্রোত থামছে না।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্ত্রী কান্নায় ভেঙে পড়ছে। দুই ছোট্ট মেয়ের মুখে অবুঝ প্রশ্ন,  “বাবা আর ফিরবে না?” যে বাবা-মা দীর্ঘদিন ধরে গর্ব করে বলতেন, “আমাদের ছেলে দেশ রক্ষা করছে”, আজ তাঁদের বুকেই হাজার কাঁটার যন্ত্রণা। রবিবার রামনগরের কুলবধী গ্রামে সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় রাষ্ট্রীয় মর্যাদায়। গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানায় সেনাবাহিনী। বীর জওয়ানকে শেষবিদায় জানাতে হাজারো মানুষ ভিড় জমান। বীর জওয়ান উত্তম দাস’কে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরিও।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: কর্মস্থলেই 'ধুম' জ্বর সেনা কর্মীর, চিকিৎসা করিয়েও লাভ হল না! রাষ্ট্রীয় মর্যাদায় ঘরে ফিরল জওয়ানের দেহ
Next Article
advertisement
Cyclone Senyar Update: উত্তর-পশ্চিমে ক্রমশ এগোচ্ছে নিম্নচাপ, বুধবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে! বাংলায় এর কী প্রভাব পড়তে পারে, জেনে নিন
উত্তর-পশ্চিমে ক্রমশ এগোচ্ছে নিম্নচাপ, বুধবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে !
  • ক্রমশ উত্তর-পশ্চিমে এগোচ্ছে নিম্নচাপ !

  • বুধবারের মধ্যে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়?

  • জেনে নিন বঙ্গে এর কী প্রভাব পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement