উপযুক্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে কিনা, আপৎকালীন ব্যবস্থায় সাধারণ মানুষের হোটেল বা রেস্তোরাঁর বাইরে যাওয়ার বিকল্প রাস্তার ব্যবস্থা রয়েছে কিনা, আগুন লাগলে তা নেভানোর জন্য জলের ব্যবস্থা রয়েছে কিনা, হোটেল বা রেস্তোরাঁর সঠিক অনুমোদন রয়েছে কিনা সেই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখল পুরুলিয়া টাস্ক ফোর্স ও দমকল বিভাগ।
advertisement
দমকল বিভাগ সূত্রে খবর, পুরুলিয়া শহরের বেশিরভাগ হোটেলেই অগ্নিনির্বাপণ ব্যবস্থায় খামতি রয়েছে। সমস্ত বিষয় খতিয়ে দেখে হোটেলগুলির তালিকা তৈরি করা হয়েছে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা করার সময়সীমা বেঁধে নোটিস দিয়েছে টাস্ক ফোর্সের আধিকারিকরা।
ত্রুটি না মেটালে আইননত ব্যবস্থা নেওয়ার হুশিয়ারিও দেন আধিকারিকরা। টাস্ক ফোর্সের এই অভিযান নিয়ে হোটেল মালিকরা জানান, অগ্নিনির্বাপণের জন্য যা যা ব্যবস্থা করতে বলা হয়েছে সেগুলো শীঘ্রই করা হবে।
