এই সৃজনশীল প্রচেষ্টা শুধু দৃষ্টিনন্দনই নয়, ছাত্রছাত্রীদের স্কুলমুখী করে তুলতেও এক অভিনব উদ্যোগ। আর তার ফলও মিলছে হাতেনাতে, পড়ুয়াদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বেড়েছে চোখে পড়ার মতো। আজ এই স্কুলের পরিবেশ শুধু ছাত্রছাত্রী নয়, অভিভাবক ও আশেপাশের মানুষের কাছেও হয়ে উঠেছে অনুসরণের মতো এক সফল মডেল। শিক্ষা যে আনন্দের মাধ্যমে সহজেই গ্রহণযোগ্য হতে পারে, গগনাবাদ প্রাথমিক বিদ্যালয় তার উজ্জ্বল উদাহরণ।
advertisement
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্ধার্থ পাল জানান, “গতানুগতিক শ্রেণিকক্ষে দীর্ঘ সময় পড়াশোনা করার কারণে শিশুরা প্রায়ই ক্লান্ত হয়ে পড়ে। সেই কারণেই অনেকে স্কুলে আসতে আগ্রহ দেখায় না। তাই ছাত্রছাত্রীদের স্কুলমুখী করার উদ্দেশ্যেই আমরা এই উদ্যোগ নিয়েছি।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কাশীপুরের গগনাবাদ প্রাথমিক বিদ্যালয়ের এই অভিনব উদ্যোগ স্থানীয়দের নজর কেড়েছে এবং শিশুদের শিক্ষা ও আনন্দের মধ্যে এক সুন্দর সেতুবন্ধন তৈরি করেছে। শিক্ষা যে আনন্দের মাধ্যমে সহজেই গ্রহণযোগ্য হতে পারে, তার উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে ‘গগনাবাদ এডুকেশনাল এক্সপ্রেস।’ এর ফলে শিশুদের স্কুলে আসা বেড়েছে আগের থেকে অনেক বেশি।





