তাদের সাফল্যকে আরও উজ্জ্বল করে তুলতে তাদের নিজেদের স্কুল স্বপন সুব্রত হাইস্কুলে তাদের বিশেষ সম্বর্ধনা জানালেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। শুধু তাই নয়, তাদের পথচলায় যাঁরা সবসময় পাশে থেকেছেন, সেই দুই শিল্পীর অভিভাবকদেরও সম্মাননা জানানো হয়। একইসঙ্গে সম্বর্ধনা দেওয়া হয় পুরো টিমকেও।
advertisement
সম্বর্ধনা অনুষ্ঠানে সাগ্নিকের চমৎকার গিটার এবং তিয়াসার মনোমুগ্ধকর কণ্ঠের মিশ্রণে এক জমজমাট পারফরম্যান্স অনুষ্ঠিত হয়, যা বিদ্যালয়ের সকল উপস্থিতিকে মুগ্ধ করেছে। খুদে গিটারিস্ট সাগ্নিক জানায়, ‘আমাদের বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম ভালবাসা ও আশীর্বাদ জানানোর জন্য।’
অন্যদিকে সঙ্গীত শিল্পী তিয়াসা জানায়, ‘নিজের স্কুলে অনুষ্ঠান করতে পেরে আমার খুব ভাল লাগছে। আমি খুবই আনন্দিত।’ স্বপন সুব্রত হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক নীলোৎপল দত্ত বলেন, ‘আমাদের গর্ব ছোট্ট সাগ্নিক ও তিয়াসার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। পাশাপাশি উপস্থিত প্রত্যেককে ধন্যবাদ জানান তিনি।’ সাগ্নিক ও তিয়াসার এই সাফল্য শুধুমাত্র বিদ্যালয়ের গর্বই নয়, পুরুলিয়ার নামকেও উজ্জ্বল করেছে। তাদের আগামী পথচলা হোক আরও স্বপ্নময়, এই কামনাই রইল।





