চিত্তরঞ্জন বাবু জানান, “অনলাইনে একজোড়া জুতো কিনতে গিয়ে এমন সর্বনাশ হবে তা স্বপ্নেও ভাবিনি।” তিনি আরও বলেন, কিছুদিন আগে তিনি একটি অনলাইন প্রতিষ্ঠানের মাধ্যমে জুতো কেনেন এবং তার মূল্য অনলাইনেই পরিশোধ করেন। কিন্তু জুতোর মাপ সঠিক না হওয়ায় তা ফেরত পাঠান। এরপর টাকার রিফান্ড পাওয়ার জন্য তিনি একটি নম্বরে যোগাযোগ করেন। সেই সুযোগেই প্রতারকরা তাকে ফোন করে বিভিন্ন ব্যক্তিগত ও ব্যাঙ্ক-সংক্রান্ত তথ্য চেয়ে নেয়। সরল বিশ্বাসে তিনি প্রতারকদের কথামত সব তথ্য দিয়ে দেন।
advertisement
পরবর্তী সময়ে তিনি দেখেন প্রতারকেরা তাঁর দুটি অ্যাকাউন্ট থেকে যথাক্রমে ৯৫ হাজার ও ৩৮ হাজার টাকা তুলে নিয়েছে। প্রথমে মোবাইলে কোনও মেসেজ না আসায় বিষয়টি টের পাননি চিত্তরঞ্জন বাবু। পরে বিষয়টি বুঝতে পেরে থানার দ্বারস্থ হন তিনি। কিন্তু ততক্ষণে বিপুল অঙ্কের টাকা হাতছাড়া হয়ে যায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ জানিয়েছে, “যে দুটি নম্বর থেকে ফোন করে বৃদ্ধের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছিল তার তথ্য জোগাড় করা হচ্ছে। সাইবার বিশেষজ্ঞ দিয়ে ঘটনার তদন্ত করা হচ্ছে। পুলিশ আশা করছে, খুব দ্রুত এই প্রতারণা চক্রের হদিস মিলবে।”






