খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীরা সাপটিকে দেখতে ভিড় জমান। তারপরই এলাকাবাসীরা সাহসিকতার সঙ্গে সাপটিকে একটি বস্তার মধ্যে বন্দি করে খবর দেয় সাঁওতালডিহি থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে খবর দেয় বনদফতরকে। বনদফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন।
advertisement
কৃষক কীর্তন মাহাতো বলেন, “হঠাৎ ক্ষেতে আসতেই সাপটিকে দেখতে পেয়ে কিছুটা হলেও আতঙ্কিত হয়েছিলাম। পরে গ্রামবাসীদের খবর দিতেই গ্রামবাসীরা এসে সাপটিকে বস্তার মধ্যে বন্দি করে খবর দেয় পুলিশ ও বনদফতরকে। তারপরই বনদফতরকে কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।”
বনদফতর সূত্রে জানা গিয়েছে, “উদ্ধার হওয়া ময়াল সাপটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন আনুমানিক ২০ কেজি।” বনদফতরের কর্মকর্তারা আরও জানান, “সাপটিকে চিকিৎসা ও পর্যবেক্ষণের পর নিরাপদ কোনও জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।” বনদফতরের কর্মীরা মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছে, যেন এই ধরনের বন্যপ্রাণী দেখলে নিজেরা ঝুঁকি না নিয়ে দ্রুত বনবিভাগকে খবর দেয়।





