TRENDING:

Mother Son Clash : মা-ছেলের তুমুল অশান্তি, সন্তানের হাতেই প্রাণ গেল গর্ভধারিণীর! হাড়হিম করা দৃশ্য পুরুলিয়ায়

Last Updated:

Mother Son Clash : নিজের সন্তানের হাতেই শেষ হয়ে গেল জন্মদাত্রী মায়ের প্রাণ। মা ছেলের অশান্তি থেকেই ঘটনার সূত্রপাত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুঞ্চা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি : নিজের সন্তানের হাতেই খুন হতে হল জন্মদাত্রী মাকে। এমন অভিযোগ উঠল পুরুলিয়ায়। পুরুলিয়ার পুঞ্চা থানার অন্তর্গত ছিরুডি পোড়াডি গ্রামে সামনে এসেছে এমন মর্মান্তিক ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম দিপালী দুয়ারী। ‌বয়স আনুমানিক ৬০ বছর। তার বড় ছেলে শ্যামল দুয়ারী। বয়স ৩৮ বছর।  স্বামী , স্ত্রী ও দুই ছেলে নিয়ে বসবাস করতেন দিপালী দেবী। ‌মাঝের মধ্যেই পারিবারিক অশান্তি লেগে থাকত তাদের বাড়িতে।
সন্তানের হাতে প্রাণ গেল মায়ের।
সন্তানের হাতে প্রাণ গেল মায়ের।
advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবারে মা-ছেলের মধ্যে অশান্তি হয়। ‌শুরু হয় তুমুল বচসা। ‌অভিযোগ, এরপরই শ্যামল দুয়ারী চড়াও হয় তার মায়ের উপর। ‌প্রথমে সে তার মাকে চড় থাপ্পড় মারতে শুরু করে। কিন্তু তাতেও শান্ত হয়নি সে। এরপর শ্যামল তার মাকে ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ। তাতেই গুরুতর আহত হন দিপালী দুয়ারী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। শোরগোল পড়ে যায় গোটা এলাকায়।

advertisement

আরও পড়ুন : গ্রামের ছেলেমেয়েদের চমকে দেওয়া ‘ট্যালেন্ট’, তৈরি করে দিল স্মার্ট রাস্তার মডেল! দেখে অবাক শিক্ষকরাও

এরপর স্থানীয় সিভিক ভলান্টিয়ারদের মাধ্যমে পুঞ্চা থানায় বিষয়টি জানানো হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুঞ্চা থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ইতিমধ্যেই অভিযুক্ত শ্যামল  দুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
যাত্রী সাথী অ‍্যাপের মাধ্যমেই বুক করা যাবে অ‍্যাম্বুলেন্স! নয়া পরিষেবা চালু দুর্গাপুরে
আরও দেখুন

পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তিকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে। ‌ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে বিষয়টি জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।‌ প্রসঙ্গত, দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে সন্তানকে পৃথিবীতে নিয়ে আসেন মা। আর সেই সন্তানের হাতেই মায়ের নৃশংস খুনের অভিযোগ। এই ঘটনায় হতবাক হয়ে যাচ্ছেন সকলকে। ঘটনাকে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ‌

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mother Son Clash : মা-ছেলের তুমুল অশান্তি, সন্তানের হাতেই প্রাণ গেল গর্ভধারিণীর! হাড়হিম করা দৃশ্য পুরুলিয়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল