যা দেখে ক্রেতাদের ভিড় উপচে পড়ছে এই দোকানে। এই সমস্ত জিনিস শুরু হচ্ছে ১০০ টাকা থেকে, রয়েছে ১৫০০ টাকা পর্যন্ত। এই দামে এর আগে কখনওই পুরুলিয়াতে বিদেশি জামা কাপড় বিক্রি হতে দেখা যায়নি। এই প্রথমবার বিদেশের জিনিস স্বল্প মূল্যে হাতের কাছে পেয়ে খুশি ক্রেতারা। এ বিষয়ে দোকানের বিক্রেতা মোহাম্মদ আরিফ বলেন, তাঁরা দিল্লি থেকে এসেছেন। তাদের দোকানের সমস্ত জিনিস বিদেশ থেকে আনা হয়েছে। কোরিয়ার সমস্ত জিনিস তাদের দোকানে পাওয়া যাচ্ছে।
advertisement
আরও পড়ুন : মিলবে প্রকৃতির অচেনা সৌন্দর্যের খোঁজ, হাতে চাঁদ পাবেন পর্যটকরা! নিয়ে আসুন পুরুলিয়া পর্যটন গাইড বুক
এত কম দামে তাঁরা জিনিস বিক্রি করছেন। তারা চান সমস্ত ধরনের মানুষ যাতে বিদেশের জামা কাপড় ব্যবহার করতে পারেন, সেই কারণেই এই উদ্যোগ। এ বিষয়ে দোকানে আসা ক্রেতারা বলেন, এই প্রথমবার পুরুলিয়াতে বসে তারা বিদেশের শীতবস্ত্র কিনতে পারছেন। দামও একেবারে সাধ্যের মধ্যে। কালেকশন যা রয়েছে তা খুবই ইউনিক। এত কম দামে এই সমস্ত জিনিস কিনতে পেরে তারা খুবই খুশি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শীত পড়লেই নিত্যনতুন শীতবস্ত্রের সম্ভার নিয়ে বিভিন্ন জায়গা থেকেই ব্যবসায়ীরা হাজির হন রাজ্যের বিভিন্ন প্রান্তে। জেলা পুরুলিয়াতেও শীতবস্ত্রের বহু দোকান দেখতে পাওয়া যায় এই সময়। কিন্তু এই প্রথমবার পুরুলিয়াতে বিদেশের শীতবস্ত্রের কালেকশন পাওয়া যাচ্ছে। পুরুলিয়া শহরের চাইবাসা রোডের উপরেই রয়েছে এই দোকান। ৮ থেকে ৮০ সকল বয়সী মানুষজন ভিড় করছেন এখানে।





