TRENDING:

Winter Fashion: এবার শীতের ফ্যাশনে থাক কোরিয়ার পোষাক, লোকে তাকিয়ে দেখবে! ১০০ টাকাতেই বাজিমাত, পুরুলিয়ায় প্রচুর স্টক

Last Updated:

Purulia Winter Fashion: স্বল্প মূল্যে বিদেশের গরম জামা কাপড় এবার পুরুলিয়াতে। মাত্র ১০০ টাকা থেকে দাম শুরু। বাগ মানছেনা ভিড়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি : বিদেশের গরম জামা কাপড়ের সম্ভার এবার পুরুলিয়ায়। এই প্রথমবার বিদেশের শীতবস্ত্র পাওয়া যাচ্ছে পুরুলিয়াতেই। মাত্র ১০০ টাকা থেকেই শুরু হয়ে যাচ্ছে এই সমস্ত গরম জামা কাপড়ের বিভিন্ন ভ্যারাইটি।  ছোট থেকে বড় সকলের জন্যই রয়েছে নানান কালেকশন। এই সমস্ত কিছুই আসছে কোরিয়া থেকে। বিক্রেতারা এসেছেন দিল্লি থেকে। তাদের দোকানের অন্যতম আকর্ষণ হল কম দামে বিদেশের পোশাক।
advertisement

যা দেখে ক্রেতাদের ভিড় উপচে পড়ছে এই দোকানে। এই সমস্ত জিনিস শুরু হচ্ছে ১০০ টাকা থেকে, রয়েছে ১৫০০ টাকা পর্যন্ত। ‌এই দামে এর আগে কখনওই পুরুলিয়াতে বিদেশি জামা কাপড় বিক্রি হতে দেখা যায়নি। এই প্রথমবার বিদেশের জিনিস স্বল্প মূল্যে হাতের কাছে পেয়ে খুশি ক্রেতারা। এ বিষয়ে দোকানের বিক্রেতা মোহাম্মদ আরিফ বলেন, তাঁরা দিল্লি থেকে এসেছেন। ‌ তাদের দোকানের সমস্ত জিনিস বিদেশ থেকে আনা হয়েছে। ‌ কোরিয়ার সমস্ত জিনিস তাদের দোকানে পাওয়া যাচ্ছে।

advertisement

আরও পড়ুন : মিলবে প্রকৃতির অচেনা সৌন্দর্যের খোঁজ, হাতে চাঁদ পাবেন পর্যটকরা! নিয়ে আসুন পুরুলিয়া পর্যটন গাইড বুক

এত কম দামে তাঁরা জিনিস বিক্রি করছেন। তারা চান সমস্ত ধরনের মানুষ যাতে বিদেশের জামা কাপড় ব্যবহার করতে পারেন, সেই কারণেই এই উদ্যোগ। ‌এ বিষয়ে দোকানে আসা ক্রেতারা বলেন, এই প্রথমবার পুরুলিয়াতে বসে তারা বিদেশের শীতবস্ত্র কিনতে পারছেন। ‌দামও একেবারে সাধ্যের মধ্যে। ‌ কালেকশন যা রয়েছে তা খুবই ইউনিক। ‌এত কম দামে এই সমস্ত জিনিস কিনতে পেরে তারা খুবই খুশি।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
এবার শীতের ফ্যাশনে কোরিয়ার পোষাক মাত্র ১০০ টাকায়! পুরুলিয়ায় ভিড় বাগ মানছে না
আরও দেখুন

শীত পড়লেই নিত্যনতুন শীতবস্ত্রের সম্ভার নিয়ে বিভিন্ন জায়গা থেকেই ব্যবসায়ীরা হাজির হন রাজ্যের বিভিন্ন প্রান্তে। জেলা পুরুলিয়াতেও শীতবস্ত্রের বহু দোকান দেখতে পাওয়া যায় এই সময়। কিন্তু এই প্রথমবার পুরুলিয়াতে বিদেশের শীতবস্ত্রের কালেকশন পাওয়া যাচ্ছে। পুরুলিয়া শহরের চাইবাসা রোডের উপরেই রয়েছে এই দোকান। ৮ থেকে ৮০ সকল বয়সী মানুষজন ভিড় করছেন এখানে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Winter Fashion: এবার শীতের ফ্যাশনে থাক কোরিয়ার পোষাক, লোকে তাকিয়ে দেখবে! ১০০ টাকাতেই বাজিমাত, পুরুলিয়ায় প্রচুর স্টক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল