এই টোপ কেন ছুঁয়ে দেখে না বাঘ? সেই প্রশ্নই উঠে এসেছে বারে বারে। নাম প্রকাশে অনিচ্ছুক পুরুলিয়া বন বিভাগের এক আধিকারিকের মতে, মানব স্পর্শের কারণে টোপ দেওয়া পশুকে খায় না না বাঘ। যদিও সে ব্যাপারে তিনি পুরোপুরি নিশ্চিত নন। এবার এ বিষয়ে বেশ কিছু তথ্য তুলে ধরলেন পুরুলিয়া সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক বিপ্লব কুমার মোদক। তিনি বলেন , যে সমস্ত প্রাণীরা কথা বলতে পারে না, তাদের বুদ্ধিমত্তা অনেক বেশি। তারা জানে টোপ দেওয়া খাবারে বিপদ থাকতে পারে। সেই কারণেই তারা এই সমস্ত টোপে পা দেয় না। এছাড়াও তাদের পূর্ব অভিজ্ঞতা থেকে তারা সতর্ক থাকে।
advertisement
এছাড়াও তিনি বলেন , অনেক সময় দেখা যায় হাতির শিশুকে মানবজাতির স্পর্শ করলে তাকে দলছুট করে দেওয়া হয়। তাকে আর দলে ফিরিয়ে নেয় না হাতি। এই ক্ষেত্রে মানব স্পর্শ কিছুটা সেই রকমই ভূমিকা পালন করে। তাই গবাদি পশুর টোপ থেকে বাঘ নিজেকে দূরে রাখে।
মানুষের পাশাপাশি বন্যপ্রাণদেরও পছন্দের জায়গা হয়ে উঠেছে জঙ্গলমহলের জেলাগুলি। তাই বিভিন্ন সময়তেই দেখা যাচ্ছে হাতির মতোই বাঘের করিডোর হয়ে উঠেছে জঙ্গলমহল।
—- শর্মিষ্ঠা ব্যানার্জি