প্রায় তিন দশক ধরে হাওয়াইয়ান গিটারকে সঙ্গী করে কল্যাণ প্রসাদ চট্টোপাধ্যায় গড়ে তুলেছেন নিজস্ব এক সঙ্গীত ভুবন। দীর্ঘদিনের সাধনা, অধ্যবসায় ও নিষ্ঠার ফলে এই প্রাচীন গিটারে তাঁর দক্ষতা আজ সকলের প্রশংসা কুড়িয়েছেন। তাঁর সুরের মূর্ছনায় মুগ্ধ হন দর্শক ও শ্রোতারা, সৃষ্টি হয় এক আলাদা আবেশ। বর্তমানে পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের সমাজকল্যাণ আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করছেন কল্যাণ প্রসাদ চট্টোপাধ্যায়।
advertisement
পুরুলিয়ার ওই আধিকারিক জানান, “৩০ বছর ধরে আমি হাওয়াইয়ান গিটার বাজাচ্ছি। মঞ্চে গিটার বাজানোর সময় আমার ভীষণ ভাল লাগে। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি যেটুকু সময় পাই, সেই সময়েই গিটারের চর্চা করি। বর্তমানে সরকারি ও বেসরকারি সব ধরনের অনুষ্ঠানেই আমাকে আমন্ত্রণ জানান হয়। যেখানেই ডাক আসে, সেখানেই আমার প্রাচীন এই গিটার নিয়ে পৌঁছে যাই।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও বলেন, “আমি চাই, বর্তমান প্রজন্মের কেউ হাওয়াইয়ান গিটার শেখার প্রতি আগ্রহী হোক, যাতে এই ঐতিহ্যবাহী সঙ্গীতধারার সুর আগামী দিনেও বেঁচে থাকে।” সরকারি কর্মকর্তা কল্যাণ প্রসাদ চট্টোপাধ্যায়ের হাতে প্রাচীন এই হাওয়াইয়ান গিটার আজও মানুষের মনে গভীর ছাপ ফেলে এবং সঙ্গীতপ্রেমীদের কাছে হয়ে উঠেছে এক অনুপ্রেরণা।





