তবে তার পরিচয় কেবল কর্মজীবনের মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি একজন সংবেদনশীল কবির পাশাপাশি একজন নিষ্ঠাবান সংগ্রাহক হিসেবেও আজ সকলের কাছে পরিচিত। বিশ্বের বিভিন্ন দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি গভীর আগ্রহ থেকেই বহু বছর আগে থেকে তাঁর ডাক টিকিট সংগ্রহের যাত্রা শুরু। ধীরে ধীরে সেই আগ্রহ রূপ নিয়েছে এক বিস্তৃত ও মূল্যবান সংগ্রহশালায়।
advertisement
আরও পড়ুন: বছরের শুরুতে বড় সুখবর, প্রতিরক্ষা মন্ত্রক দিল সবুজ সংকেত! ব্যারাকপুর ধোবিঘাটে চালু হচ্ছে লোহার জেটি
বর্তমানে তাঁর সংগ্রহে রয়েছে প্রায় ২০০টিরও বেশি ডাক টিকিট, যেগুলি তিনি অত্যন্ত যত্ন এবং সযত্নে সংরক্ষণ করে রেখেছেন। কবি সুমিত কুমার বেরা জানান, “তাঁর কাছে ডাক টিকিট সংগ্রহ নিছকই একটি শখ। কিন্তু যখন তাঁর সংগৃহীত ডাক টিকিটগুলি কোনও প্রদর্শনীতে দর্শনার্থীরা আগ্রহভরে দেখে, তখন তিনি গভীর আনন্দ অনুভব করেন।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কবি সুমিত কুমার বেরার এই সংগ্রহে রয়েছে বিভিন্ন সময়কালের ডাক টিকিট, যা শুধু সৌন্দর্য ও ঐতিহাসিক মূল্যই বহন করে না, বরং বিশ্বের নানা সময়কালের গল্পও বলে। কর্মব্যস্ত জীবনের মাঝেও সাহিত্যচর্চা ও এই ব্যতিক্রমী সংগ্রহশালার মাধ্যমে সুমিত কুমার বেরা নিজেকে এক স্বতন্ত্র ও অনন্য পরিচয়ে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর এই প্রচেষ্টা নিঃসন্দেহে আগামী প্রজন্মের কাছেও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।





