এই সময়টা পুরোপুরি পলাশের মরশুম নয় কিন্তু তার আগেই পলাশ গাছে কুঁড়ি ফুটতে শুরু করেছে। বিগত দু-তিন বছরে জানুয়ারির মাঝামাঝি সময় থেকেই পলাশ গাছে কুঁড়ি দেখা গিয়েছে। এই অসময়ে পলাশের কুঁড়ি দেখা যাওয়ার প্রধান কারণ জলবায়ুর পরিবর্তন বলে মনে করছেন বনাধিকারিক থেকে উদ্ভিদ বিশেষজ্ঞরা। একদিকে যেমন উষ্ণতা, শুষ্কতা, তেমনই অনিয়মিত বৃষ্টিপাত, মাটিতে জলের পরিমাণ কমে যাচ্ছে। তাই ক্যালেন্ডারে বসন্ত না এলেও লাল পলাশে পুরুলিয়ার প্রকৃতিতে বসন্ত যেন চলে এসেছে মাঘেই।
advertisement
আরও পড়ুন : শুভেন্দু-সহ ৬ বিধায়ক সাসপেন্ড! সন্দেশখালি ইস্যুতে তুলকালাম, হট্টগোল! উত্তপ্ত বিধানসভা
উচ্ছ্বসিত এই জেলার প্রকৃতিপ্রেমীরা। ইতিমধ্যেই মাঘের পলাশের ছবি নেট মাধ্যমে ভাইরাল। আর সেই ছবি দেখেই বসন্তে পলাশের টানে ট্যুর প্ল্যান সাজাতে শুরু করেছে ভ্রমণপিপাসুরা।এ বিষয়ে অযোধ্যা পাহাড়ে একটি চার তারা রিসর্টের জেনারেল ম্যানেজার সুদীপ্ত কুমার বলেন, প্রতিবছরই পলাশ দেখতে অযোধ্যা পাহাড়ে বহু পর্যটক ভিড় জমান। বিশেষ করে দোলের সময়ে পলাশের ভিড় অনেকটাই বেশি থাকে। এ-বছর বেশ খানিকটা আগে থেকেই পলাশ ফুটতে শুরু করেছে। এই লাল পলাশের টানে বিদেশি পর্যটকরাও পুরুলিয়ায় আসেন। ভ্রমণ পিপাসুদের গতে বাধা বসন্তের টুর প্লানে বোলপুর- শান্তিনিকেতনের রুট বদলে লালমাটি জেলা পুরুলিয়া সংযোজন হয়েছে। ও শীতের মরশুমের মতোই পলাশের মরসুমেও সরকারি বেসরকারি রিসর্ট, অতিথি আবাস, হোটেল, লজ, কটেজ সমস্ত হাউসফুল হয়ে যায়।
এ বিষয়ে পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সুব্রত রাহা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বেশ কিছু জায়গায় পলাশ ফুল ফুটতে শুরু করেছে। মূলত আবহাওয়ার তাপমাত্রার বৃদ্ধির কারণেই এই দৃশ্য চোখে পড়ছে। যে অঞ্চলগুলো শুষ্ক, যেখানে মাটিতে জলের পরিমাণ কম, সেখানেই আগেভাগে পলাশ দেখা মিলছে। এ বিষয়ে কংসাবতী দক্ষিণ বিভাগের ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায় বলেন, বেশ কয়েক বছর ধরেই পুরুলিয়ায় ভরা শীতেই পলাশের দেখা মিলছে। জলবায়ু পরিবর্তনের কারণেই এই দৃশ্য দেখা যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
পুরুলিয়ার পর্যটনের অন্যতম অঙ্গ পলাশ। তাই পলাশের মরশুমের পূর্বেই ট্যুর প্ল্যান শুরু হয়ে যায় ভ্রমণপিপাসু মানুষদের। এমন আগুন ঝরানো পলাশের দেখা যেন পশ্চিমবঙ্গের আর কোথাওই সেভাবে মেলে না। তাই বহু পর্যটকের ভিড় জমে অযোধ্যা পাহাড়ে। লাল পলাশের পাশাপাশি গত বছর থেকে পুরুলিয়ার পলাশের সংযোজনের জুড়েছে হলুদ পলাশ। আর তাতেই যেন পলাশের টান আরও বেড়েছে পর্যটকদের।
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়