জানা যাচ্ছে, ১০২-এর বিশেষ এই অ্যাম্বুলেন্স পরিষেবা আগের তুলনায় এখন অনেকটাই উন্নত করা হয়েছে। অত্যাধুনিক পরিষেবায় শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থার পাশাপাশি অ্যাম্বুলেন্সে রয়েছে গর্ভবতী মহিলাদের জন্য বিপি ম্যাসিন-সহ জরুরি পরিস্থিতির জন্যে প্রয়োজনীয় আধুনিক আরও বেশ কিছু যন্ত্র। রয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য সমস্ত ঔষুধপত্র ও প্রয়োজনীয় স্বাস্থ্য কিট।
advertisement
শুধু তাই নয় আগের তুলনায় আরও দ্রুততার সঙ্গে যাতে এই অ্যাম্বুলেন্স বাড়ি থেকে হাসপাতাল, হাসপাতাল থেকে বাড়ি এবং এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রোগীদের নিয়ে যাওয়া আসা করতে পারে সেই ব্যবস্থাও করা হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা যায়, পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে মোট পাঁচটি এবং রঘুনাথপুর সুপার স্পেস্যালিটি হাসপাতালে তিনটি এছাড়া পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামীণ হাসপাতালগুলোতে দুটো করে বর্তমানে এই অ্যাম্বুলেন্স প্রদান করেছে রাজ্য সরকার। এই প্রসঙ্গে পুরুলিয়ার কাশীপুর কল্লোলী গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ অসীমা ময়ী জানান, অত্যাধুনিক পরিষেবাযুক্ত এই অ্যাম্বুলেন্সে রয়েছে একাধিক ব্যবস্থা। সার্বিকভাবে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও ঢেলে সাজাচ্ছে রাজ্য সরকার। উন্নত করা হচ্ছে স্বাস্থ্য পরিষেবাকে।