TRENDING:

প্রতিমুহূর্তে জীবনের ঝুঁকি! যে কোন সময় ভেঙে পড়তে পারে... কেন্দ্রীয় বঞ্চনার 'শিকার' পুরুলিয়ার মল্লিকা

Last Updated:

ভাই ও বাবা পরিযায়ী শ্রমিক। ভাঙাচোরা বাড়িতে কোনও রকমের দিন কাটাচ্ছে ভূঁইয়া পরিবারের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বরাবাজার, পুরুলিয়া শর্মিষ্ঠা ব্যানার্জি: প্রতিমুহূর্তে রয়েছে জীবনের ঝুঁকি। ‌যেকোনও সময় ভেঙে পড়তে পারে মাথার উপরের ছাদ। খড়ের ছাউনির উপর প্লাস্টিক পাতা। তার মধ্যে রয়েছে অজস্র ছেদ। একটু বৃষ্টি হলেই ঘরের মধ্যে বাটি পেতে রাখতে হয়। নড়বড়ে মাটির দেওয়াল। মেলেনি আবাস যোজনার ঘর।
advertisement

বাবা ও ভাই পরিযায়ী শ্রমিক। বৃদ্ধা মা ও ঠাকুমার সঙ্গে ভাঙা বাড়িতেই জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন মল্লিকা ভূঁইয়া। এই করুণ দৃশ্য দেখা যায় বরাবাজারের রাজা পাড়াতে। এ বিষয়ে মল্লিকা ভূঁইয়া বলেন, আবাস যোজনার তালিকায় তাদের নাম থাকলেও তারা বাড়ি পাননি। তাদের গ্রামের বহু মানুষই এইভাবে বঞ্চিত। ‌

আরও পড়ুনঃ কাজে বেরিয়ে আর ফেরেননি বাড়ি! পাঁচ দিন নিখোঁজ থাকার পর জলে ভেসে উঠল… নদীর ধারে পড়ে সাইকেল

advertisement

অভিযোগ, এমনকি বর্ষার দিনে ত্রিপলও তারা পান না। এই অবস্থায় খুবই সমস্যার মধ্যে রয়েছেন তারা। যাতে তারাও পাকা বাড়ি পান সেই আর্জি জানিয়েছেন মল্লিকা। এ বিষয়ে বরাবাজার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সজল সিং মল্ল বলেন , টানা ঝড় বৃষ্টির কারণে বরাবাজারে বহু মাটির বাড়ি ভেঙে গিয়েছে। ‌তাদের অনেকেরই আবাস যোজনার তালিকায় নাম নেই। আবার অনেকেই ত্রিপল পায়নি। তাদের যাতে সমস্যা দ্রুত সমাধান হয়, সে বিষয়ে পঞ্চায়েত থেকে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে এসবের মধ্যেই ভাঙাচোরা বাড়িতে ঝুঁকি নিয়ে করতে হচ্ছে বসবাস।। বৃষ্টির পরিমান বাড়লেই পরিবারকে নিয়ে অন্যত্র আশ্রয় নিতে হয়। যখন তখন বাড়ির ছাদ ভেঙে বিপদ ঘটতে পারে সেই আশঙ্কায়। প্রতিনিয়ত আশঙ্কার মধ্যে দিয়েই প্রহর গুনছে ভূঁইয়া পরিবার।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রতিমুহূর্তে জীবনের ঝুঁকি! যে কোন সময় ভেঙে পড়তে পারে... কেন্দ্রীয় বঞ্চনার 'শিকার' পুরুলিয়ার মল্লিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল