বাবা ও ভাই পরিযায়ী শ্রমিক। বৃদ্ধা মা ও ঠাকুমার সঙ্গে ভাঙা বাড়িতেই জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন মল্লিকা ভূঁইয়া। এই করুণ দৃশ্য দেখা যায় বরাবাজারের রাজা পাড়াতে। এ বিষয়ে মল্লিকা ভূঁইয়া বলেন, আবাস যোজনার তালিকায় তাদের নাম থাকলেও তারা বাড়ি পাননি। তাদের গ্রামের বহু মানুষই এইভাবে বঞ্চিত।
আরও পড়ুনঃ কাজে বেরিয়ে আর ফেরেননি বাড়ি! পাঁচ দিন নিখোঁজ থাকার পর জলে ভেসে উঠল… নদীর ধারে পড়ে সাইকেল
advertisement
অভিযোগ, এমনকি বর্ষার দিনে ত্রিপলও তারা পান না। এই অবস্থায় খুবই সমস্যার মধ্যে রয়েছেন তারা। যাতে তারাও পাকা বাড়ি পান সেই আর্জি জানিয়েছেন মল্লিকা। এ বিষয়ে বরাবাজার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সজল সিং মল্ল বলেন , টানা ঝড় বৃষ্টির কারণে বরাবাজারে বহু মাটির বাড়ি ভেঙে গিয়েছে। তাদের অনেকেরই আবাস যোজনার তালিকায় নাম নেই। আবার অনেকেই ত্রিপল পায়নি। তাদের যাতে সমস্যা দ্রুত সমাধান হয়, সে বিষয়ে পঞ্চায়েত থেকে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে এসবের মধ্যেই ভাঙাচোরা বাড়িতে ঝুঁকি নিয়ে করতে হচ্ছে বসবাস।। বৃষ্টির পরিমান বাড়লেই পরিবারকে নিয়ে অন্যত্র আশ্রয় নিতে হয়। যখন তখন বাড়ির ছাদ ভেঙে বিপদ ঘটতে পারে সেই আশঙ্কায়। প্রতিনিয়ত আশঙ্কার মধ্যে দিয়েই প্রহর গুনছে ভূঁইয়া পরিবার।





