TRENDING:

Purulia News: রোজকার যানজট-যাত্রী অসুবিধা থেকে মুক্তি চাই! স্থায়ী বাসস্ট্যান্ডের দাবিতে সরব আড়ষাবাসী, কী বলছে জেলা পরিষদ

Last Updated:

Purulia News: পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন, আড়ষা একটি গুরুত্বপূর্ণ এলাকা। বহু মানুষ এই এলাকার উপর দিয়ে মুরগুমা জলাধার ও অযোধ্যা পাহাড়ে বেড়াতে যান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আড়ষা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ পুরুলিয়া জেলার গুরুত্বপূর্ণ একটি ব্লক আড়ষা। নিত্য প্রয়োজনে বা কর্মসূত্রে বহু মানুষ আড়ষা থেকে পুরুলিয়া আসেন।‌ আবার অনেককে পুরুলিয়া থেকে আড়ষা যাতায়াত করতে হয়। এছাড়া মুরগুমা পর্যটন কেন্দ্র যেতে গেলে আড়ষা হয়ে যেতে হয় পর্যটকদের। ‌সেই সঙ্গেই অযোধ্যা পাহাড় যাওয়ার শর্টকাট রাস্তাও এই আড়ষা হয়েই। কিন্তু তা সত্ত্বেও গুরুত্বপূর্ণ এই ব্লকের কোনও স্থায়ী বাসস্ট্যান্ড নেই।
advertisement

শীত, গ্রীষ্ম, বর্ষা বিভিন্ন সময়ে রাস্তার উপর দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের। রাস্তার যেখানে সেখানে বাস দাঁড়িয়ে পড়ে। এতে যানজটেরও সৃষ্টি হয়। নানা সমস্যার সম্মুখীন হতে হয় যাত্রীদের।‌ অসুবিধায় পড়তে হয় পর্যটকদেরও। তাই এলাকাবাসীরা চাইছেন, আড়ষায় স্থায়ী একটি বাসস্ট্যান্ড তৈরি করা হোক। যাতে প্রতিনিয়ত যাতায়াতের ক্ষেত্রে তাঁদের সুবিধা হয়।

আরও পড়ুনঃ সীমান্তবর্তী এলাকার চাষের জমিতে বুনো হাতির হানা! তছনছ করে দিচ্ছে কৃষকদের খাটনির ফসল, চরম আতঙ্কে এলাকাবাসী

advertisement

এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, স্থায়ী বাসস্ট্যান্ড না থাকার কারণে তাঁদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। ঝড়-বৃষ্টি বা শীতের দিনে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় বাসের জন্য। এছাড়া যেখানে সেখানে বাস দাঁড়িয়ে গেলে যানজটেরও সৃষ্টি হয়। এই রাস্তার উপর দিয়ে প্রায় ১০-১২টি গ্রামের মানুষ নিত্য যাতায়াত করেন। ‌এছাড়াও অযোধ্যা পাহাড়ে যাতায়াতের জন্য বহু মানুষ এই রাস্তার উপর নির্ভরশীল। তাই তাঁরা চাইছেন, তাঁদের এলাকায় একটি স্থায়ী বাসস্ট্যান্ড গড়ে উঠুক।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই ময়দানে জেলাশাসক! শিল্প টানতে জমি নিয়ে নয়া নীতি, মিলবে বড় ছাড়
আরও দেখুন

এই বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন, আড়ষা একটি গুরুত্বপূর্ণ এলাকা। বহু মানুষ এই এলাকার উপর দিয়ে মুরগুমা জলাধার ও অযোধ্যা পাহাড়ে বেড়াতে যান। গুরুত্বপূর্ণ এই এলাকায় যদি বাসস্ট্যান্ড হয় তাহলে বহু মানুষ উপকৃত হবে। এলাকাবাসীরা লিখিতভাবে জেলা পরিষদের আবেদন জানালে বিষয়টি খতিয়ে দেখবে জেলা পরিষদ। আড়ষা এলাকায় বাসস্ট্যান্ড তৈরি হলে বহু মানুষ উপকৃত হবেন। ইতিমধ্যেই প্রশাসনের কাছে বাসস্ট্যান্ড তৈরির আবেদনও জমা করা হয়েছে। ‌ স্থায়ী বাসস্ট্যান্ডের আশায় দিন গুনছে আড়ষাবাসী।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: রোজকার যানজট-যাত্রী অসুবিধা থেকে মুক্তি চাই! স্থায়ী বাসস্ট্যান্ডের দাবিতে সরব আড়ষাবাসী, কী বলছে জেলা পরিষদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল