শীত, গ্রীষ্ম, বর্ষা বিভিন্ন সময়ে রাস্তার উপর দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের। রাস্তার যেখানে সেখানে বাস দাঁড়িয়ে পড়ে। এতে যানজটেরও সৃষ্টি হয়। নানা সমস্যার সম্মুখীন হতে হয় যাত্রীদের। অসুবিধায় পড়তে হয় পর্যটকদেরও। তাই এলাকাবাসীরা চাইছেন, আড়ষায় স্থায়ী একটি বাসস্ট্যান্ড তৈরি করা হোক। যাতে প্রতিনিয়ত যাতায়াতের ক্ষেত্রে তাঁদের সুবিধা হয়।
advertisement
এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, স্থায়ী বাসস্ট্যান্ড না থাকার কারণে তাঁদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। ঝড়-বৃষ্টি বা শীতের দিনে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় বাসের জন্য। এছাড়া যেখানে সেখানে বাস দাঁড়িয়ে গেলে যানজটেরও সৃষ্টি হয়। এই রাস্তার উপর দিয়ে প্রায় ১০-১২টি গ্রামের মানুষ নিত্য যাতায়াত করেন। এছাড়াও অযোধ্যা পাহাড়ে যাতায়াতের জন্য বহু মানুষ এই রাস্তার উপর নির্ভরশীল। তাই তাঁরা চাইছেন, তাঁদের এলাকায় একটি স্থায়ী বাসস্ট্যান্ড গড়ে উঠুক।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন, আড়ষা একটি গুরুত্বপূর্ণ এলাকা। বহু মানুষ এই এলাকার উপর দিয়ে মুরগুমা জলাধার ও অযোধ্যা পাহাড়ে বেড়াতে যান। গুরুত্বপূর্ণ এই এলাকায় যদি বাসস্ট্যান্ড হয় তাহলে বহু মানুষ উপকৃত হবে। এলাকাবাসীরা লিখিতভাবে জেলা পরিষদের আবেদন জানালে বিষয়টি খতিয়ে দেখবে জেলা পরিষদ। আড়ষা এলাকায় বাসস্ট্যান্ড তৈরি হলে বহু মানুষ উপকৃত হবেন। ইতিমধ্যেই প্রশাসনের কাছে বাসস্ট্যান্ড তৈরির আবেদনও জমা করা হয়েছে। স্থায়ী বাসস্ট্যান্ডের আশায় দিন গুনছে আড়ষাবাসী।





