Agriculture News: সীমান্তবর্তী এলাকার চাষের জমিতে বুনো হাতির হানা! তছনছ করে দিচ্ছে কৃষকদের খাটনির ফসল, চরম আতঙ্কে এলাকাবাসী

Last Updated:

Agriculture News: বিগত বেশ কিছুদিন ধরে জঙ্গল লাগোয়া বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছে বুনো দাঁতালের দল। যেখানে সেখানে চাষের জমিতে তাণ্ডব চালাচ্ছে তারা। জমির ফসল নষ্ট করে দিচ্ছে হাতিগুলি।

+
চাষের

চাষের জমিতে বুনো হাতির তাণ্ডব

বাঘমুন্ডি পুরুলিয়া শর্মিষ্ঠা ব্যানার্জিঃ বুনো হাতির আতঙ্কে ঝাড়খন্ড-বাংলা সীমান্তবর্তী ঝালদা ও বাঘমুন্ডি রেঞ্জের মধ্যে খামার ও কালিমাটি বীট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিগত বেশ কিছুদিন ধরে জঙ্গল লাগোয়া বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছে বুনো দাঁতালের দল। যেখানে-সেখানে চাষের জমিতে তাণ্ডব চালাচ্ছে তারা। ইতিমধ্যেই হেসলা, কর্মাডি, পুস্তি সহ বিভিন্ন এলাকায় তাণ্ডব চালানো হয়ে গিয়েছে। এবার নেওয়াডি গ্রামে চাষের জমিতে হানা দিল তারা। এতেই কপি, পালং শাক, টমেটো, বীনস সহ বিভিন্ন সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাথায় হাত পরেছে চাষিদের। ক্ষতি কীভাবে সামাল দেবেন তা বুঝে উঠতে পারছে না কৃষকরা।
এই বিষয়ে এলাকার চাষি জগদীশ সিং মুড়া ও ভুজঙ্গ কুইরী বলেন, হঠাৎ করেই দেখেন আনুমানিক ৭-৮ টি হাতির একটি দল এলাকায় তাণ্ডব চালাচ্ছে। ‌জমির ফসল নষ্ট করে দিচ্ছে হাতিগুলি। সেই দলে ছোট শাবকও রয়েছে। হাতির তাণ্ডবে বিপাকে পড়তে হয়েছে, আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। এই ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণের দাবি করছেন তাঁরা।
advertisement
আরও পড়ুনঃ বাবা-মায়ের মৃত্যু হয়েছিল ৬ মাস আগেই! এবার মেয়েরও মর্মান্তিক পরিণতি, হুগলিতে দফায় দফায় রহস্য, তদন্তে পুলিশ
বুনো হাতির দাপটে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে বাঘমুন্ডি বনাঞ্চলের বিভিন্ন এলাকার মানুষদের। এই হাতির দল গোটা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে।  এতে গোটা এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও বনবিভাগের পক্ষ থেকে সমস্ত দিক থেকেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রামে, গ্রামে মাইকিং করে প্রচার করা হচ্ছে। ‌ গ্রামবাসীদের সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে। তবুও হাতির আতঙ্কে মধ্যে দিয়েই দিন কাটাচ্ছেন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Agriculture News: সীমান্তবর্তী এলাকার চাষের জমিতে বুনো হাতির হানা! তছনছ করে দিচ্ছে কৃষকদের খাটনির ফসল, চরম আতঙ্কে এলাকাবাসী
Next Article
advertisement
তাঁর যখন পাঁচ বছর বয়স, বাবা সংসার ছেড়ে চলে গিয়েছিলেন ওশোর আশ্রমে, বিনোদ খান্নার সেই সিদ্ধান্ত নিয়ে অকপট জবানবন্দি অক্ষয় খান্নার
তাঁর যখন পাঁচ বছর বয়স, বাবা বিনোদ খান্না সংসার ছেড়ে চলে গিয়েছিলেন ওশোর আশ্রমে
  • তাঁর যখন পাঁচ বছর বয়স

  • বাবা বিনোদ খান্না সংসার ছেড়ে চলে গিয়েছিলেন ওশোর আশ্রমে

  • বিনোদ খান্নার সেই সিদ্ধান্ত নিয়ে অকপট জবানবন্দি অক্ষয় খান্নার

VIEW MORE
advertisement
advertisement