Hoogly News: বাবা-মায়ের মৃত্যু হয়েছিল ৬ মাস আগেই! এবার মেয়েরও মর্মান্তিক পরিণতি, হুগলিতে দফায় দফায় রহস্য, তদন্তে পুলিশ

Last Updated:

Hoogly News: ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছিলেন মা বাবা। এবার অস্বাভাবিক মৃত্যু হল মেয়ের। বুধবার বিকেলে চন্দননগর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

এই বাড়ি থেকেই উদ্ধার হয় দেহ
এই বাড়ি থেকেই উদ্ধার হয় দেহ
চন্দননগর, হুগলি: ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছিলেন মা বাবা। এবার অস্বাভাবিক মৃত্যু হল মেয়ের। বুধবার বিকেলে চন্দননগর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের নাম শর্মিষ্ঠা দাস (৪৩)।
জানা গিয়েছে, ২০২৫ সালের গত ৬ জুন চন্দননগরের বৈদ্যপোতা এলাকার এক পরিবারের বাবা মা মেয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বৃদ্ধ দম্পতি একেন্দ্র নাথ দাস (৮৭), সুনীতা দাস (৮৩) ও তাদের মেয়ে শর্মিষ্ঠা দাস। অচৈতন্য অবস্থায় তাদের তিনজনকে বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল। চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়। শর্মিষ্ঠার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। পরিবারে আর্থিক অনটনের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে সেদিন জানিয়েছিলেন শর্মিষ্ঠা।
advertisement
advertisement
এলাকার বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে শর্মিষ্ঠাকে দেখা যায়নি। এক পরিচিত জানান, খাবার দিয়ে গেলেও খেত না। আজ জানালার ফাঁক দিয়ে প্রতিবেশীরা দেখতে পায় ঘরে পড়ে রয়েছে শর্মিষ্ঠা। দূর্গন্ধ বেরোচ্ছে। এরপরই পুরসভা ও পুলিশে খবর যায়। চন্দননগর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ ও প্রতিবেশিরা জানিয়েছে, এক সময় এই পরিবার খুবই বিত্তশালি ও স্বচ্ছল ছিল। কোলিয়ারী ব্যবসা ছিল বাড়ির কর্তার। পরবর্তী সময়ে তাদের আর্থিক অনটনে দিন কাটছিল। তা থেকেই মানসিক অবসাদের কারণে এই পরিণতি হতে পারে। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে এই মৃত্যু তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
advertisement
Suicide disclaimer
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hoogly News: বাবা-মায়ের মৃত্যু হয়েছিল ৬ মাস আগেই! এবার মেয়েরও মর্মান্তিক পরিণতি, হুগলিতে দফায় দফায় রহস্য, তদন্তে পুলিশ