তাদের এই কর্মকাণ্ড রীতিমতো সকলের নজর কেড়েছে। এই যাত্রা পথে তারা পুরুলিয়ায় এসে পৌঁচেছেন। ইতিপূর্বে তারা বিভিন্ন জায়গাতে সাইকেল নিয়ে ভ্রমণ করেছেন। এবার তাদের গন্তব্য লাদাখ। প্রথমে তারা যাবেন নেপালে। সেখান থেকে আবহাওয়ার অবস্থা অনুযায়ী লাদাখের উদ্দেশ্যে রওনা দেবেন। এ বিষয়ে ওই দুই যুবক বলেন, ইতিপূর্বে তারা বেশ কিছু জায়গায় ভ্রমণ করেছেন সাইকেল নিয়ে
advertisement
আরও পড়ুন: নষ্ট ফুলও লাগবে কাজে, চাকরি পাবে প্রচুর বেকার ছেলেমেয়ে! ভাগ্য বদলের জন্য বিরাট পরিকল্পনা চাষিদের
। এবার তাদের গন্তব্য লাদাখ। পরিবেশ বাঁচানোর বার্তা ও জীবন বাঁচানোর বার্তা নিয়ে তাদের এই সাইকেল যাত্রা। যাত্রা পথে বহু মানুষের সহযোগিতা পাচ্ছেন তারা। তাদের ভীষণই ভাল লাগছে এই লাদাখ যাত্রায়। এই ভাবেই তারা আগামী দিনে অন্যান্য জায়গাতেও সাইকেল নিয়ে ভ্রমণে যাবেন। নতুন বছরে শুরুতেই অভিনব ভাবনা নিয়ে সাইকেল যাত্রায় বেরিয়েছেন বাঁকুড়ার দুই যুবক।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাদের এই ভাবনা সাধারণ মানুষের যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। এইভাবে আগামী দিনে তারা বিভিন্ন জায়গাতে সাইকেল নিয়ে ভ্রমণের চিন্তাভাবনা করছেন। বহু মানুষের স্বপ্ন থাকে লাদাখ ভ্রমণ। কিন্তু ব্যাপক খরচের কারণে অনেকেই পিছিয়ে যান। সেখানে দাঁড়িয়ে এই দুই যুবক দেখিয়ে দিয়েছেন। যদি ইচ্ছা থাকে আর মনের জোর থাকে তাহলে সবকিছুই সম্ভব।





