এ বিষয়ে কমিটির সদস্য তুষার কান্তি রায় বলেন, চারদিন ব্যাপী তাদের এই টুর্নামেন্ট একেবারে জমে উঠেছিল। এই খেলায় যারা প্রথম হয়েছে তারা পুরস্কার হিসেবে পেয়েছেন একটি ট্রফি ও ৪৪,৪৪৪ টাকা নগদ অর্থ। যারা রানার্স হয়েছে তারা পেয়েছেন একটি ট্রফি ও ৩৩,৩৩৩ টাকা নগদ অর্থ।
আরও পড়ুন: শীত পড়তেই বাড়ছে চোরেদের উপদ্রব! হুগলিতে সাংঘাতিক কাণ্ড! চুরি ঠেকাতে পুলিশের নয়া টিপস
advertisement
এ বিষয়ে স্থানীয় ব্যক্তি সাদ্দাম আনসারী বলেন, বিগত বছর আটটা টিম নিয়ে এই টুর্নামেন্টের সূচনা হয়েছিল। তাতে তারা যথেষ্ট সাড়া পেয়েছিলেন, এই বছর ১২-টি টিম নিয়ে এই টুর্নামেন্ট হল। আগামী দিনে এই ক্রিকেট টুর্নামেন্ট আরও বড় আকারে হবে। পরবর্তীতে এই জায়গা থেকেই জাতীয় ও আন্তর্জাতিক স্তরে খেলোয়াড়রা উঠে আসবে এমনটাই আশা রাখছে তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চারদিন ব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে ক্রীড়া-প্রেমীরা ঢল নেমেছিল রঘুনাথপুর সাব-ডিভিশনাল স্টেডিয়ামে। কাতারে কাতারে দর্শকদের ভিড় জমেছিল। এই খেলা এলাকার যুব ক্রিকেটারদের মনে নতুন আশার আলো দেখাচ্ছে।





