যে-কোনও দুর্ঘটনা ঘটলে তৎক্ষণাৎ পুলিশ পৌঁছাতে পারত না। তাই নানান সমস্যার মধ্যে পড়তে হতো এলাকাবাসীর। এ সমস্ত কিছু চিন্তা করে বেগুনকোদরে তৈরি করা হল পুলিশ ক্যাম্প। এ বিষয়ে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ঝালদা, কোটশিলা ও আড়শা এই তিনটি থানারই দূরত্ব বেগুনকোদর থেকে অনেকটাই বেশি। তাই এলাকার মানুষদের কথা চিন্তা করে ও পর্যটকদের সুবিধার্থে এই ক্যাম্প করা হল। এই ক্যাম্পে জেনারেল ডাইরি ও কেস করা যাবে।
advertisement
আরও পড়ুন: কমবে বেকারত্ব, ১০ দিনেই মিলছে সার্টিফিকেট, রোজগারের নতুন দিশা দেখাচ্ছে কেন্দ্র!
দুয়ারের রেশনের মত মানুষের দুয়ারে যাতে পুলিশ পৌঁছাতে পারে সেই কারণেই এই উদ্যোগগুলি নেওয়া হচ্ছে। এ বিষয়ে এলাকার মানুষেরা বলেন, তাদের দীর্ঘদিনের দাবি ছিল এই ক্যাম্পের। জেলা পুলিশ সুপারের উদ্যোগে তারা এই ক্যাম্প পেল। এতে তাদের অনেকটাই উপকার হবে। পুলিশের এই উদ্যোগে খুশি তারা।
আরও পড়ুন: যোগ্য হলেও নাম নেই আবাস তালিকায়, অসহায় অবস্থায় ১৪৬৫ জন মানুষ!
পুরুলিয়ার অযোধ্যা পাহাড় যাওয়ার অন্যতম প্রবেশ পথ এই বেগুনকোদর। এছাড়া বেগুনকোদর থেকে ঢিল ছোড়া দূরত্বেই অবস্থিত মুরগুমা ড্যাম। যা পর্যটকদের খুবই পছন্দের একটি জায়গা। তাই এই পুলিশ ক্যাম্প খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই এলাকায়।
শর্মিষ্ঠা ব্যানার্জি





