এ বিষয়ে পুরুলিয়ার বলরামপুরের বিডিও সৌগত চৌধুরী বলেন, যাদের বাড়ি ভেঙে গিয়েছে তাদেরকে অস্থায়ী ক্যাম্পে নিয়ে গিয়ে রাখা হয়েছে। তাদের থাকা খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণই ব্লকের পক্ষ থেকে করা হচ্ছে। ভেঙে যাওয়া বাড়িগুলি যাতে দ্রুত মেরামত করা হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন: চাষের জমিতে কাজ করার সময় আচমকা বজ্রপাত…! কিছু বুঝে ওঠার আগেই শেষ, অকালে প্রাণ গেল কৃষকের
advertisement
এ বিষয়ে বলরামপুরের এক বাসিন্দা বলেন, বৃষ্টির কারণে তার বাড়ির অবস্থা একেবারেই শোচনীয় হয়ে গিয়েছে। তিনি অনেকটাই আতঙ্কের মধ্যে রয়েছেন। আবাস যোজনার বাড়ি টাকা পেলেও জমি সংক্রান্ত সমস্যার কারণে তিনি বাড়ি তৈরি করতে পারেননি। তাই ব্লক প্রশাসনের কাছে তার আবেদন যাতে তার বাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি রয়েছে পুরুলিয়াতে। আর তাতেই বিপাকে পড়েছেন গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষ। বাড়ি ভেঙে গিয়ে অনেকেই আশ্রয়হীন হয়ে পড়েছেন। যদিও সমস্ত দিক থেকেই সহযোগিতার চেষ্টা করছে ব্লক প্রশাসন।
শর্মিষ্ঠা ব্যানার্জি