TRENDING:

সকাল থেকে বিকেলে তো চলছেই, সন্ধ্যে হতেই পড়ছে লম্বা লাইন, সংসারে সুখ-সমৃদ্ধির জন্য যা করছেন মহিলারা..., আপনিও কি করছেন?

Last Updated:

বিহার-ঝাড়খণ্ডের উৎসব এবার এই বাংলাতেও। শ্রাবণ মাস আসতেই বাজার হয়ে উঠেছে সবুজময়। কারণ জানলে আঁতকে উঠবেন আপনিও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: বিহার-ঝাড়খণ্ডের উৎসব এবার এই বাংলাতেও। শ্রাবণ মাস আসতেই বাজার হয়ে উঠেছে সবুজময়। বাংলার জেলা পুরুলিয়াতেও সবুজ চুড়ি পড়ার হিড়িক পড়েছে মহিলাদের মধ্যে। মহিলাদের পাশাপাশি এখন মেয়েরাও সমানভাবে অংশীদার হচ্ছে এই ঐতিহ্যে। বছরের এই বিশেষ সময়টিতে পুরুলিয়ার বাজার থেকে গলিপথ সমস্ত প্রান্তেই চোখে পড়ছে মহিলাদের হাতে সবুজ চুড়ির বাহার।
advertisement

একসময় এই চুড়ির চল শুধুমাত্র বিবাহিত মহিলাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সময় বদলেছে এখন। বিবাহিতদের পাশাপাশি অবিবাহিত মেয়েরাও এই সবুজ চুড়ির প্রতি ঝুঁকছে সমানভাবে। শাস্ত্র মতে, শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা শুভ। স্বামীর মঙ্গল কামনার জন্য এই চুড়ি পরে মহিলারা ব্রত রাখেন বিশেষত শ্রাবণের সোমবারে। অনেকেই আবার মাসের প্রথম দিন থেকেই চুড়ি পরে রাখেন শ্রদ্ধা ও বিশ্বাস থেকে।

advertisement

আরও পড়ুন-বাথরুমের কল দিয়ে অনবরত ফোঁটা ফোঁটা জল পড়ছে? আর ডাকতে হবে না প্লাম্বার …, ১ মিনিটেই জল পড়া বন্ধ, বাঁচবে গাদা গাদা টাকা

কথিত রয়েছে, শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদ লাভ করা যায়। সুবজ কাচের চুড়িকে সৌভাগ্যের প্রতীক হিসাবে গণ্য করা হয়। স্বামীর দীর্ঘায়ু কামনার পাশাপাশি সংসারে সুখ সমৃদ্ধি পেতেও মহিলারা এই চুড়ি পড়েন শ্রাবণ মাসে। মহিলারা জানান, এটি শুধু ট্র্যাডিশন নয়, এটা এখন একটা ফ্যাশনও হয়ে উঠেছে। শ্রাবণের সবুজ চুড়ি মানেই একটু আলাদা অনুভূতি।

advertisement

View More

আরও পড়ুন-শ্রাবণে তুলসী গাছ শুকিয়ে কাঠ? শুভ না অশুভ! খবরদার…! ‘এই’ ভুল নয়, মহাদেব রুষ্ট হলেই ঘোর অমঙ্গল, ছারখার হবে সংসার

অন্যদিকে চুড়ি বিক্রেতারাও জানান, এই মাসে সবুজ চুড়ির চাহিদা তিনগুণ বেড়ে যায়। আগে শুধু মহিলারাই নিতেন, এখন স্কুল-কলেজের মেয়েরাও সবুজ চুড়ির খোঁজে দোকানে আসছে। এই শ্রাবণ মাসে সবুজ চুড়ির দাম যথেষ্ট নাগালের মধ্যেই। কোথাও বিক্রি হচ্ছে ২৫ টাকা ডজন, কোথাও ৪০ টাকা আবার কোথাও ৫০ টাকা। চাহিদাও বেশ তুঙ্গে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শান্তনু দাস

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সকাল থেকে বিকেলে তো চলছেই, সন্ধ্যে হতেই পড়ছে লম্বা লাইন, সংসারে সুখ-সমৃদ্ধির জন্য যা করছেন মহিলারা..., আপনিও কি করছেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল