একসময় এই চুড়ির চল শুধুমাত্র বিবাহিত মহিলাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সময় বদলেছে এখন। বিবাহিতদের পাশাপাশি অবিবাহিত মেয়েরাও এই সবুজ চুড়ির প্রতি ঝুঁকছে সমানভাবে। শাস্ত্র মতে, শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা শুভ। স্বামীর মঙ্গল কামনার জন্য এই চুড়ি পরে মহিলারা ব্রত রাখেন বিশেষত শ্রাবণের সোমবারে। অনেকেই আবার মাসের প্রথম দিন থেকেই চুড়ি পরে রাখেন শ্রদ্ধা ও বিশ্বাস থেকে।
advertisement
কথিত রয়েছে, শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদ লাভ করা যায়। সুবজ কাচের চুড়িকে সৌভাগ্যের প্রতীক হিসাবে গণ্য করা হয়। স্বামীর দীর্ঘায়ু কামনার পাশাপাশি সংসারে সুখ সমৃদ্ধি পেতেও মহিলারা এই চুড়ি পড়েন শ্রাবণ মাসে। মহিলারা জানান, এটি শুধু ট্র্যাডিশন নয়, এটা এখন একটা ফ্যাশনও হয়ে উঠেছে। শ্রাবণের সবুজ চুড়ি মানেই একটু আলাদা অনুভূতি।
অন্যদিকে চুড়ি বিক্রেতারাও জানান, এই মাসে সবুজ চুড়ির চাহিদা তিনগুণ বেড়ে যায়। আগে শুধু মহিলারাই নিতেন, এখন স্কুল-কলেজের মেয়েরাও সবুজ চুড়ির খোঁজে দোকানে আসছে। এই শ্রাবণ মাসে সবুজ চুড়ির দাম যথেষ্ট নাগালের মধ্যেই। কোথাও বিক্রি হচ্ছে ২৫ টাকা ডজন, কোথাও ৪০ টাকা আবার কোথাও ৫০ টাকা। চাহিদাও বেশ তুঙ্গে।
শান্তনু দাস