TRENDING:

Purulia News: স্নান করতে নেমে একসঙ্গে তলিয়ে গেল বাবা-ছেলে, পুরুলিয়ায় মর্মান্তিক পরিণতি! মুম্বই থেকে বিয়েবাড়িতে এসে সব শেষ

Last Updated:

Purulia News: বিয়ের আনন্দে শোকের ছায়া। মুম্বই থেকে মামারবাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে জলে ডুবে মৃত্যু বাবা ও ছেলের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া , শর্মিষ্ঠা ব্যানার্জি: সুদুর মুম্বই থেকে পুরুলিয়ায় মামার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে প্রাণ হারালেন বাবা ও ছেলে। আনন্দ অনুষ্ঠানে এক মুহূর্তে নেমে এল শোকের ছায়া। পুরুলিয়ার সোনাইঝুড়ি গ্রাম পঞ্চায়েতের বেলগুমার চন্দনমারিডাঙ্গা এলাকার ঘটনা। গত ৩০ নভেম্বর মামাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে কৌশিক বিশ্বাস তার পরিবারকে নিয়ে এসেছিলেন।
পুরুলিয়ায় জলাশয়ে ডুবে মৃত্যু বাবা ও ছেলে
পুরুলিয়ায় জলাশয়ে ডুবে মৃত্যু বাবা ও ছেলে
advertisement

মঙ্গলবার সকালে বেলগুমা এলাকার একটি জলাশয় স্নান করতে নামেন কৌশিক বিশ্বাস, তার দুই ছেলে ও পরিবারের আরও দু-জন সদস্য। হঠাৎ করেই জলের মধ্যে ডুবে যেতে শুরু করেন বছর ৪৬-এর কৌশিক বিশ্বাস ও তার বড় ছেলে বছর ১৮’র হেমাংশু বিশ্বাস। তাঁদের উদ্ধার করার চেষ্টা করেন বাকিরা। কিন্তু কোনওভাবেই তাদেরকে উদ্ধার করা যায়নি। এরপরই পরিবারের সদস্যরা খবর দেন টামনা থানায়। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় টামনা থানার পুলিশ।

advertisement

আরও পড়ুন: উত্তরবঙ্গে মাছের রাজা, স্বাদে ফেল ইলিশও! সেই মাছের মড়ক, তিস্তায় ভেসে উঠছে শয়ে শয়ে

সঙ্গে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় তাঁদের দু-জনকে উদ্ধার করা হয়। এরপর তাদের পুরুলিয়া দেবেন মাহাতো গভর্ণমেন্ট  মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পরিবারের সদস্য অমৃতময় মজুমদার বলেন, তার ভাগ্নে কৌশিক বিশ্বাসকে তিনি জলে নামতে বারণ করেছিলেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
মাত্র ৩০ টাকায় এক হাত লম্বা 'এগরোল'...! কোথায় পাওয়া যাচ্ছে জানেন? বিরাট চমক
আরও দেখুন

কিন্তু সকলকে উপেক্ষা করেই সে পুকুরে স্নান করতে যায়। সাঁতার না জানার কারণে পুকুরের গভীর জলে তলিয়ে যায়। শুক্রবার তাঁদের কলকাতায় যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই হল এই মর্মান্তিক পরিণতি। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্ণমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের হাতওয়ারা মর্গে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: স্নান করতে নেমে একসঙ্গে তলিয়ে গেল বাবা-ছেলে, পুরুলিয়ায় মর্মান্তিক পরিণতি! মুম্বই থেকে বিয়েবাড়িতে এসে সব শেষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল