TRENDING:

CRPF Jawan: দেশরক্ষায় ৪০ বছরের লড়াই, জওয়ান ঘরে ফিরতেই ধুমধাম করে বরণ করল গ্রামবাসী! পুরুলিয়ায় মন ভাল করা ছবি

Last Updated:

Purulia CRPF Jawan: পুরুলিয়ার সিআরপিএফ জওয়ান রবীন্দ্রনাথ মাহান্তি ৪০ বছরের কর্মজীবন শেষে ঘরে ফিরলেন। আবেগে ভাসলেন গ্রামবাসীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বরাবাজার, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: দেশ রক্ষার জন্য লড়াই করেছেন ৪০ টা বছর। অসামরিক নিরাপত্তা থেকে বহু গুরুদায়িত্ব সবটাই সামলেছেন তিনি। প্রতিটি ক্ষেত্রেই দেখিয়েছেন নিষ্ঠা, সাহসিকতা ও দেশের প্রতি ভালবাসা। ৪০ বছর পর দেশ সেবা করে নিজের ভিটেতে ফিরলেন পুরুলিয়ার বরাবাজারের সিআরপিএফ জওয়ান রবীন্দ্রনাথ মাহান্তি।
advertisement

১৯৮৬ সালে সিআরপিএফ-এ যোগদান করেন তিনি। এরপর টানা ৪০ টা বছর দীর্ঘ কর্মজীবন। ১৭১ ব্যাটেলিয়ানে সিআরপিএফ আসাম থেকে কর্মজীবন শেষ করে বাড়ি ফিরলেন তিনি। গ্রামের পা রাখতেই তাকে নিয়ে হইচই করে পড়ে যায়। গ্রামবাসীদের পক্ষ থেকে ঢাক, ঢোল, ধামসা, ব্যান্ড বাজিয়ে তাঁকে বিশেষভাবে স্বাগত জানান হয়। পুষ্পস্তবক ও মালা পরিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয় তাঁকে।

advertisement

আরও পড়ুন : পুতুল গ্রামে এখন ঘরে ঘরে ‘পৌষমাস’, দম ফেলার সময় নেই! পকেট ভর্তি করতে মেলায় যাওয়ার তোড়জোড় 

একেবারে উৎসবের চেহারা নেয় গোটা গ্রাম। এ বিষয়ে রবীন্দ্রনাথ মাহান্তি বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে তিনি নিষ্ঠার সঙ্গে দেশের দায়িত্ব পালন করে এসেছেন। বহু কঠিন সময়ের সম্মুখীন হতে হয়েছে তার কর্মজীবনে। জীবন বাজি রেখে ভারত মায়ের প্রতি সমস্ত দায়িত্ব পালন করেছেন তিনি।‌ দায়িত্ব শেষে বাড়ি ফিরেছেন তিনি। তাকে যেভাবে গ্রামবাসীরা স্বাগত জানিয়েছে, এতে তিনি আপ্লুত।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের উইকেন্ডে ঘুরে আসুন টাকি,অনবদ্য এই কটেজ,জাস্ট ঘরে বসে রিল্যাক্স করলেই সব ক্লান্তি দূর
আরও দেখুন

সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। দেশের নিরাপত্তায় চার দশক কাটিয়ে ঘরে ফিরেছেন রবীন্দ্রনাথ মাহান্তি। সম্মান ও শ্রদ্ধার মধ্যে দিয়ে বরণ করে নেওয়া হয় তাঁকে। পরিবারের সদস্যদের খুশির বাঁধ ভেঙে পড়ে। গ্রামবাসীদের মধ্যেও আবেগ, উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CRPF Jawan: দেশরক্ষায় ৪০ বছরের লড়াই, জওয়ান ঘরে ফিরতেই ধুমধাম করে বরণ করল গ্রামবাসী! পুরুলিয়ায় মন ভাল করা ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল