তারিখটা ছিল ২ অক্টোবর ২০২৫। রাত ১১টা নাগাদ শিমুলিয়া-চাকরা বাইপাসে টোটন ওরফে বাপি সর্দারের উপর প্রাণঘাতী হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। হুড়া থানা এলাকার হাতিবাড়ির বাসিন্দা টোটনবাবু। ওইদিন তিনি শিমুলিয়া-চাকরা বাইপাস ধরে বেলকুড়ির দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় সোনাইজুড়ি আন্ডারপাসের কাছে দুষ্কৃতীরা তাঁর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
advertisement
রক্তাক্ত অবস্থায় সেখান থেকে কোনও রকমে পালিয়ে বাঁচেন টোটনবাবু। কিন্তু দুষ্কৃতীরা তাঁর বাইকটি নিয়ে সেখান থেকে চম্পট দেয়। এরপরে টামনা থানায় অভিযোগ দায়ের হয়। শুরু হয় তদন্ত। তারপর টামনা থানার পুলিশ তদন্তে নেমে গত ৩১ ডিসেম্বর মূল অভিযুক্ত নির্মল গড়াইকে গ্রেফতার করে। তাঁর বাড়ি পুরুলিয়ার খোজরা গ্রামে। তাঁর কাছ থেকেই উদ্ধার হয় ছিনতাই যাওয়া মোটরবাইক ও লুকনো নম্বরপ্লেট, যেগুলি অপরাধে ব্যবহৃত হয়েছিল। পুলিশি জিজ্ঞাসাবাদের পর প্রকাশ্যে আসে এক চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনার নেপথ্যে নাম উঠে আসে বছর কুড়ির তিথি বিশ্বাস নামে এক যুবতীর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে অনলাইনে গেম খেলার সুবাদে নির্মল গড়াইয়ের সঙ্গে নদিয়ার বাসিন্দা তিথি বিশ্বাসের পরিচয় হয়। সেখান থেকেই তাঁদের বন্ধুত্ব ও পরবর্তীতে গভীর সম্পর্ক হয়। দ্রুত বড়লোক হওয়ার নেশায় তিথি নির্মলকে অপরাধ করার প্ররোচনা দিতেন বলে অভিযোগ। তাঁদের স্বপ্ন ছিল বিলাসবহুল জীবনযাত্রা। এমনকি ঘটনার ঠিক আগের দিন রাতে তিথি পুরুলিয়ায় আসেন। ছিনতাইয়ের পর দু’জনেই পুরুলিয়া থেকে গা ঢাকা দেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গত ৬ জানুয়ারি গোপন সূত্রে খবরের ভিত্তিতে নদিয়ার আড়ংঘাটা থেকে তিথিকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুরুলিয়া জেলা পুলিশ। বিলাসবহুল জীবনযাত্রার লোভে একটি ভার্চুয়াল সম্পর্ক যেভাবে রক্তক্ষয়ী অপরাধে পরিণত হয়ে গেল, তাতে রীতিমতো অবাক সকল।






