এলাকার মানুষ দীর্ঘদিন থেকে চাইত এখানে বিরসা মুন্ডার কোনও মূর্তি স্থাপন করা হোক। অবশেষে বিরসা মুন্ডার ১৫০ তম জন্মজয়ন্তীর দিনে ঝালদার এই জায়গায় স্থাপিত হল বিরসা মুন্ডার পূর্ণ অবয়ব মূর্তি। আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির উদ্যোগে এই মূর্তি উন্মোচন করা হয়। দীর্ঘ এতদিন পর এই এলাকায় মূর্তি উন্মোচন হওয়ায় খুশি এলাকার মানুষ। এ বিষয়ে এলাকার এক বাসিন্দা জবা রানী মুন্ডা বলেন, তাদের ভীষণই ভালো লাগছে এই মূর্তি উন্মোচন হওয়ায়। দীর্ঘদিন থেকে তারা এই দিনের অপেক্ষায় ছিলেন।
advertisement
আরও পড়ুন: আরজি কর কান্ডের মাঝেই চালু হল পুলিশের ‘শক্তি’ প্রকল্প, বিনামূল্যে মিলবে ট্রেনিং! জানুন বিস্তারিত!
এ বিষয়ে পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির রাজ্য সাধারণ সম্পাদক লক্ষীনারায়ণ সিং সর্দার বলেন, আদিবাসীদের ভগবান শহীদ বিরসা মুন্ডা। ঝালদাবাসীদের দীর্ঘদিনের অপেক্ষা ছিল বিরসা মোড়ে শহীদ বিরসা মুন্ডার মূর্তি স্থাপনের। কোথাও যেন এই এলাকার শূন্যতা পূরণ হয়েছে। এটা শুধু আদিবাসী সমাজের মানুষেরাই নয় গোটা ঝালদাবাসী।
আরও পড়ুন: নভেম্বরের ১৫ তারিখেও উধাও ঠান্ডার আমেজ, বৃষ্টির সম্ভাবনা ২ জেলায়, আবহাওয়ার বড় খবর
ঝালদার গুরুত্বপূর্ণ জায়গা বিরসা মোড়। বহু মানুষের নিত্য যাতায়াত এই রাস্তার উপর দিয়ে। এখানে বিরসা মুন্ডার পূর্ণ অবয়ব মূর্তি স্থাপন হওয়ায় আপ্লুত ঝালদাবাসী।
শর্মিষ্ঠা ব্যানার্জী





