TRENDING:

Purulia News: দীর্ঘদিনের অপেক্ষার অবসান, অবশেষে উন্মোচন হল বিরসা মুন্ডার পূর্ণ অবয়ব মূর্তি!

Last Updated:

দীর্ঘ অপেক্ষার পর শূন্যতা পূরণ হল ঝালদার বিরসা মোড়ের , আপ্লুত ঝালদাবাসী!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: চিরকালই আদিবাসীদের নিজেদের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যেতে হয়েছে। আদিবাসীদের মুন্ডা লড়াইয়ের অন্যতম কান্ডারী শহীদ বিরসা মুন্ডা। ‌ তার ১৫০ তম জন্মজয়ন্তী পালিত হয়েছে গোটা পুরুলিয়া জেলা জুড়ে। ‌নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জঙ্গলমহলবাসী মেতে উঠেছিল শহীদ বিরসা মুন্ডার জন্মদিন পালনে। পুরুলিয়া ঝালদার প্রধান মোড়ের নাম বিরসা মোড়।‌ কিন্তু এই বিরসা মোড়ে ছিলনা শহীদ বিরসা মুন্ডার কোনও মূর্তি।
advertisement

এলাকার মানুষ দীর্ঘদিন থেকে চাইত এখানে বিরসা মুন্ডার কোনও মূর্তি স্থাপন করা হোক। অবশেষে বিরসা মুন্ডার ১৫০ তম জন্মজয়ন্তীর দিনে ঝালদার এই জায়গায় স্থাপিত হল বিরসা মুন্ডার পূর্ণ অবয়ব মূর্তি। আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির উদ্যোগে এই মূর্তি উন্মোচন করা হয়। দীর্ঘ এতদিন পর এই এলাকায় মূর্তি উন্মোচন হওয়ায় খুশি এলাকার মানুষ। এ বিষয়ে এলাকার এক বাসিন্দা জবা রানী মুন্ডা বলেন, তাদের ভীষণই ভালো লাগছে এই মূর্তি উন্মোচন হওয়ায়। ‌দীর্ঘদিন থেকে তারা এই দিনের অপেক্ষায় ছিলেন।

advertisement

আরও পড়ুন: আরজি কর কান্ডের মাঝেই চালু হল পুলিশের ‘শক্তি’ প্রকল্প, বিনামূল্যে মিলবে ট্রেনিং! জানুন বিস্তারিত!

এ বিষয়ে পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির রাজ্য সাধারণ সম্পাদক লক্ষীনারায়ণ সিং সর্দার বলেন, আদিবাসীদের ভগবান শহীদ বিরসা মুন্ডা। ঝালদাবাসীদের দীর্ঘদিনের অপেক্ষা ছিল বিরসা মোড়ে শহীদ বিরসা মুন্ডার মূর্তি স্থাপনের। কোথাও যেন এই এলাকার শূন্যতা পূরণ হয়েছে। এটা শুধু আদিবাসী সমাজের মানুষেরাই নয় গোটা ঝালদাবাসী।

advertisement

View More

আরও পড়ুন: নভেম্বরের ১৫ তারিখেও উধাও ঠান্ডার আমেজ, বৃষ্টির সম্ভাবনা ২ জেলায়, আবহাওয়ার বড় খবর

ঝালদার গুরুত্বপূর্ণ জায়গা বিরসা মোড়। বহু মানুষের নিত্য যাতায়াত এই রাস্তার উপর দিয়ে। এখানে বিরসা মুন্ডার পূর্ণ অবয়ব মূর্তি স্থাপন হওয়ায় আপ্লুত ঝালদাবাসী।

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলের আড়ালে নিভে যাওয়া শিক্ষার প্রদীপ! মহাশ্বেতা দেবীর স্বপ্নের বিদ্যালয় অবহেলায় পড়ে
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: দীর্ঘদিনের অপেক্ষার অবসান, অবশেষে উন্মোচন হল বিরসা মুন্ডার পূর্ণ অবয়ব মূর্তি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল