গোপাল বাবুর অবসর গ্রহণের দিনটি বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। যেখানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, সহকর্মী শিক্ষক-শিক্ষিকা এবং অতিথিবৃন্দরা সবাই উপস্থিত ছিলেন গোপাল বাবুকে বিদায় জানাতে। স্কুলের প্রধান শিক্ষককে বিদায় জানাতে এদিন উপস্থিত হন এলাকার বিশিষ্ট সমাজসেবী সাদ্দাম হোসেন আনসারী। প্রিয় শিক্ষককে বিদায় সম্বর্ধনা জানিয়ে তিনি বলেন, “গোপালবাবু আমাদের কাছে একজন শিক্ষক ছিলেন না ছিলেন একজন অভিভাবক। তার বিদায় আমাদের কাছে সত্যিই বেদনাদায়ক। তবে বিদ্যালয় থেকে বিদায় নিলেও আমাদের এলাকার মানুষের মনে প্রাণে তিনি চিরকাল থাকবেন।”
advertisement
আরও পড়ুন: বিচ ফেস্টিভ্যাল থেকে আতশবাজি, জগন্নাথ মন্দিরে বিশেষ আয়োজন! বর্ষ বিদায়-বরণ ঘিরে জমাটি আয়োজন দিঘায়
এদিন একাধিক অনুষ্ঠান ও আবেগময় পরিবেশের মধ্য দিয়ে পুরুলিয়ার বাঘাডাবর প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আপ্লুত গোপালবাবু নিজের প্রিয় বিদ্যালয়কে ছেড়ে যেতে খুবই ভারাক্রান্ত হয়ে পড়েন। এদিন গোপাল বাবু নিজের কর্মজীবন শেষ করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বভার তুলে দেন শিক্ষক উজ্জ্বল কুমার মণ্ডলকে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শিক্ষক উজ্জ্বল কুমার মণ্ডল বলেন, “স্যারকে কোনও ভাবেই বিদায় জানাতে ইচ্ছে করছে না, কিন্তু কী করব সরকারের নিয়ম অনুযায়ী একটা সময়ের পর অবসর গ্রহণটাও মানতে হবে আমাদের সকলকে।” গোপাল বাবুর শিক্ষকতা জীবনের এই দীর্ঘ পথচলা বিদ্যালয় ও এলাকার মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।





