স্কুল চত্বরে সাজানো প্রতিটি স্টলেই ছিল ঘরোয়া স্বাদের ছোঁয়া। সহজ, স্বাস্থ্যকর ও মন ভরানো খাবারে ভরে উঠেছিল পসরা। কোথাও ফুচকা, কোথাও তেলেভাজা, ঘুগনি, চাট, কোথাও আবার চিকেন পকোড়ার মতো জনপ্রিয় খাবার ছিল। ছাত্রছাত্রীদের তৈরি এই খাবার খেতে ভিড় জমায় তাঁদেরই স্কুলের অন্যান্য ছাত্রছাত্রী ও অতিথিরা।
advertisement
উৎসবের আনন্দের পাশাপাশি এই উদ্যোগে ছাত্রছাত্রীদের সৃজনশীলতা, আত্মনির্ভরতার ভাবনা ও দলগতভাবে কাজ করার দক্ষতা ফুটে ওঠে। স্কুলের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে এই খাবারের স্টলগুলি উপস্থিত সকলের কাছেই বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিদ্যালয়ের ছাত্রী লাভলি কুন্ডু, ছাত্র সুমিত চক্রবর্তী ও আকাশ মিশ্র জানায়, “নিজেদের হাতে তৈরি খাবার নিজেদের স্কুলে বিক্রি করতে পেরে খুব ভাল লাগছে। তার উপর এমন একটি বিশেষ দিনে এই সুযোগ পাওয়া আমাদের কাছে খুবই আনন্দের।” সব মিলিয়ে, বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের এই উদ্যোগ শুধু উৎসবের আনন্দই বাড়ায়নি, বরং ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাসী ও স্বনির্ভর প্রজন্ম গড়ে তোলার এক সুন্দর দৃষ্টান্তও স্থাপন করেছে।





