সাপটি প্রায় ৮ থেকে ৯ ফুট লম্বা। এরপরেই স্থানীয় বাসিন্দারা খবর দেন বনবিভাগে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার রেঞ্জের বনদফতরের কর্মীরা। উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ওই পাইথনটিকে। তারপরেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এ বিষয়ে গ্রামের বাসিন্দারা বলেন, তারা হঠাৎ করেই তারা দেখতে পান গাছের মগডালে বিরাট আকৃতির ওই পাইথনটি রয়েছে। এরপরেই গোটা এলাকায় মানুষের ভিড় জমে যায়। খবর পাওয়ার পর বনকর্মীরা ওই জায়গায় এসে দীর্ঘক্ষণ ধরে প্রচেষ্টা করে সাপটিকে উদ্ধার করার।
advertisement
অবশেষে গাছ কেটে সাপটিকে নীচে নামান বনকর্মীরা। তারপর সাপটিকে উদ্ধার করে নিয়ে যান তারা। এত বিরাট আকৃতির পাইথন দেখে এলাকাবাসীরা অনেকটাই আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছিলেন। বিরাট আকৃতির এই পাইথনটিকে দেখতে বহু মানুষ ভিড় করেন ওই এলাকায়। মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এত বৃহৎ আকৃতির এই সাপটিকে দেখে।
যদিও সঠিক সময় ঘটনাস্থলে পৌঁছায় বনবিভাগের কর্মীরা। তারা ওই পাইথনটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর তার স্বাস্থ্য পরীক্ষা করেন। শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর সাপটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে বনবিভাগ সূত্রে।