TRENDING:

উৎসবের আগে পুরুলিয়ায় বড় চমক! পৌরসভার দারুণ উদ্যোগে বদলে যাচ্ছে শহরের চেহারা

Last Updated:

Purulia Municipality : উৎসবের আবহে নতুন রূপে দেখা যাবে পুরুলিয়া শহরকে। শহরের গুরুত্বপূর্ণ সংযোগস্থলগুলির মধ্যে অন্যতম আমডিহা রাস্তার সংস্কারের কাজ দ্রুতগতিতে চলছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, ইন্দ্রজিৎ মন্ডল : দুর্গাপুজোর আগে উৎসবের আমেজে সেজে উঠছে গোটা রাজ্য। গ্রাম থেকে শহর, সেজে উঠছে নতুন করে। সেই উৎসবের আবহে নতুন রূপে দেখা যাবে পুরুলিয়া শহরকে। শহরবাসীর জন্য সুখবর নিয়ে এসেথে পুরুলিয়া পৌরসভা। শহরের গুরুত্বপূর্ণ রাস্তা সেজে উঠছে পুজোর আগে। শহরের গুরুত্বপূর্ণ সংযোগস্থলগুলির মধ্যে অন্যতম আমডিহা রাস্তার সংস্কারের কাজ দ্রুতগতিতে চলছে।
পুরুলিয়া পুরসভা।
পুরুলিয়া পুরসভা।
advertisement

জানা গিয়েছে, পুরসভার উদ্যোগে নতুন পিচের আস্তরণে তৈরি হবে এই রাস্তা। যা পুজোর আগেই ঝাঁ-ঝকঝকে রূপে হাজির হতে চলেছে সকলের সামনে। উল্লেখ্য, এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন অসংখ্য স্কুল পড়ুয়া, সরকারি কর্মী ও সাধারণ মানুষ। স্কুল থেকে জেলা শিক্ষা ভবন, হিলভিউ খেলার মাঠ কিংবা পূর্ণাবাঁধ জলাশয়- সবকিছুর সঙ্গেই এই রাস্তার যোগাযোগ রয়েছে।

advertisement

আরও পড়ুন : উৎসবের আগে নড়েচড়ে বসেছে প্রশাসন! বড় বাজেটের মণ্ডপে হঠাৎ একযোগে নেমে পড়ল পুলিশ-দমকল-বিদ্যুৎ দফতর

ফলে উৎসবের মরশুমে এই রাস্তার ব্যবহার অনেকগুণ বেড়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই রাস্তা সংস্কার হলে যে শহরবাসী ব্যাপকবাবে উপকৃত হবেন, তা আর বলার অপেক্ষা রাখে না। প্রতিমা নিরঞ্জন, মেলা কিংবা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়া-আসার ক্ষেত্রে এই রাস্তার গুরুত্ব যেমন বাড়বে, সংস্কারের ফলে এই রাস্তা ব্যবহার করতেও সকলের সুবিধা হবে।

advertisement

আরও পড়ুন : আসানসোলের পুজোয় নতুন বার্তা! মেয়ে মানেই আলো, সমাজে এগিয়ে যাওয়ার অনন্য ভাবনা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পৌরসভার এই উদ্যোগে খুশি আমডিহা ও আশপাশের বাসিন্দারা। তাঁদের কথায়, দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল থাকায় ভোগান্তির শিকার হতে হচ্ছিল। এবার পুজোর আগে ঝাঁ-ঝকঝকে রাস্তা পেয়ে আনন্দে মেতে উঠবেন তাঁরা। শহর জুড়ে যখন উৎসবের প্রস্তুতি তুঙ্গে, তখন পৌরসভার এই উদ্যোগ উৎসবের আনন্দকেও বহুগুণ বাড়িয়ে তুলবে বলে মনে করছে স্থানীয় মহল।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উৎসবের আগে পুরুলিয়ায় বড় চমক! পৌরসভার দারুণ উদ্যোগে বদলে যাচ্ছে শহরের চেহারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল