গ্রীষ্মের দিনে যখন এই জলাধারের জল শুকিয়ে যায় তখন এই জলাধারের রূপ একেবারে অন্যরকম ভাবে ফুটে ওঠে। তবে বর্ষার এই মরশুমে আরও একটি অন্যরূপ ফুটে উঠছে এই জলাধারের। টানা বর্ষণের ফলে জলে পরিপূর্ণ টুরগা ড্যাম তথা পুরুলিয়া মিনি পেহেলগাঁও। বর্ষার জলে ঢেকেছে চারিদিক। তবুও যেন এই প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মনে দাগ কাটছে। স্থানীয়দের কথায় বর্ষার জলে ডুবেছে পেহেলগাঁও।
advertisement
কিন্তু তাতেও পর্যটকদের আনাগোনা মোটামুটি লেগে রয়েছে। তবে আগের তুলনায় পর্যটকদের ভিড় কম রয়েছে। কারণ অনেকেই গ্রীষ্মের মিনি পেহেলগাঁও-এর রূপ উপভোগ করতে এখানে আসছেন। কিন্তু বর্ষাতে সেই রূপ দেখা যাচ্ছে না। ঋতু পরিবর্তনের সঙ্গে, সঙ্গে পুরুলিয়া রূপ পরিবর্তন হয়।
তাই গ্রীষ্মের অপরূপ রূপে সেজে থাকা পুরুলিয়ার মিনি পেহেলগাঁও বর্ষায় একেবারে অন্য রূপে সেজে উঠেছে। পর্যটকদের পছন্দের ডেস্টিনেশন পুরুলিয়ার নয়া সংযোজন এই মিনি পেহেলেগাঁও সকলেরই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে।