TRENDING:

Maa Canteen: রোগী-পরিজনদের বড় চিন্তা দূর করল প্রশাসন! এবার রঘুনাথপুর হাসপাতালে ৫ টাকায় পেটপুরে খাবার, চালু হল জনপ্রিয় প্রকল্প

Last Updated:

Purulia Maa Canteen: পুরুলিয়া জেলার রঘুনাথপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে রোগীর আত্মীয়স্বজনদের জন্য এবার চালু হল ‘মা ক্যান্টিন’। যেখানে মাত্র পাঁচ টাকায় পেট ভরে খাবার পাওয়া যাচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার রঘুনাথপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে রোগীর আত্মীয়স্বজনদের জন্য এবার চালু হল ‘মা ক্যান্টিন’। যেখানে মাত্র পাঁচ টাকায় পেট ভরে খাবার পাওয়া যাচ্ছে। রাজ্য সরকারের উদ্যোগে শুরু হওয়া এই মানবিক প্রকল্পের লক্ষ্য, দূর-দূরান্ত থেকে আসা রোগীর পরিবারের উপর খাবারের অতিরিক্ত খরচের চাপ কমানো। রঘুনাথপুর পৌরসভা পরিচালিত এই ‘মা ক্যান্টিন’ হাসপাতালের পাশেই খোলা হয়েছে। যেখানে হাসপাতালের রোগীর পরিবার ও আত্মীয়স্বজনেরা প্রতিদিন স্বনির্ভর মহিলা দলের হাতের তৈরি স্বাস্থ্যসম্মত খাবার মাত্র পাঁচ টাকায় খেতে পাচ্ছেন।
advertisement

‘মা ক্যান্টিনের’ দায়িত্বে থাকা রঘুনাথপুর পৌরসভার কাউন্সিলর জয়দেব বাগদি জানান, “এই মানবিক উদ্যোগ গ্রহণের জন্য প্রথমেই আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ জানাই। স্বল্পমূল্যে এই খাবারের ব্যবস্থা আর্থিকভাবে পিছিয়ে পড়া রোগীদের আত্মীয়-পরিজনদের জন্য যে কতটা সহায়ক হবে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। মুখ্যমন্ত্রীর প্রতিটি প্রকল্পই সত্যিই নজিরবিহীন ও জনকল্যাণমূলক। যদিও এই প্রকল্প রাজ্যের বিভিন্ন জায়গায় আগেই চালু হয়েছে, তবে রঘুনাথপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে এই প্রথম এর সূচনা হল।”

advertisement

আরও পড়ুন: বিদেশি ফলের চাষ জীবন বদলাচ্ছে মহিলাদের! বাড়ছে আয়ের অঙ্ক, মন ভাল করা দৃশ্য পুরুলিয়ায়

View More

রাজ্য সরকারের এই ‘মা ক্যান্টিন থেকে অল্প খরচে স্বাস্থ্যসম্মত ও পরিমিত খাবার পেয়ে স্বস্তি ও খুশি প্রকাশ করেছেন রোগীর পরিবারেরা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাঁরা জানিয়েছেন, এমন পরিষেবা তাঁদের আর্থিক দুশ্চিন্তা অনেকটাই কমিয়ে দিয়েছে এবং কঠিন সময়ে বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের সকালের জলখাবার! মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে 'ধুকি' পিঠা 
আরও দেখুন

মাত্র পাঁচ টাকার বিনিময়ে রাজ্য সরকারের এই ‘মা ক্যান্টিন’ এখন রঘুনাথপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে আসা অসংখ্য রোগীর আত্মীয়স্বজনের কাছে আশা ও সহানুভূতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Maa Canteen: রোগী-পরিজনদের বড় চিন্তা দূর করল প্রশাসন! এবার রঘুনাথপুর হাসপাতালে ৫ টাকায় পেটপুরে খাবার, চালু হল জনপ্রিয় প্রকল্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল