‘মা ক্যান্টিনের’ দায়িত্বে থাকা রঘুনাথপুর পৌরসভার কাউন্সিলর জয়দেব বাগদি জানান, “এই মানবিক উদ্যোগ গ্রহণের জন্য প্রথমেই আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ জানাই। স্বল্পমূল্যে এই খাবারের ব্যবস্থা আর্থিকভাবে পিছিয়ে পড়া রোগীদের আত্মীয়-পরিজনদের জন্য যে কতটা সহায়ক হবে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। মুখ্যমন্ত্রীর প্রতিটি প্রকল্পই সত্যিই নজিরবিহীন ও জনকল্যাণমূলক। যদিও এই প্রকল্প রাজ্যের বিভিন্ন জায়গায় আগেই চালু হয়েছে, তবে রঘুনাথপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে এই প্রথম এর সূচনা হল।”
advertisement
আরও পড়ুন: বিদেশি ফলের চাষ জীবন বদলাচ্ছে মহিলাদের! বাড়ছে আয়ের অঙ্ক, মন ভাল করা দৃশ্য পুরুলিয়ায়
রাজ্য সরকারের এই ‘মা ক্যান্টিন থেকে অল্প খরচে স্বাস্থ্যসম্মত ও পরিমিত খাবার পেয়ে স্বস্তি ও খুশি প্রকাশ করেছেন রোগীর পরিবারেরা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাঁরা জানিয়েছেন, এমন পরিষেবা তাঁদের আর্থিক দুশ্চিন্তা অনেকটাই কমিয়ে দিয়েছে এবং কঠিন সময়ে বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মাত্র পাঁচ টাকার বিনিময়ে রাজ্য সরকারের এই ‘মা ক্যান্টিন’ এখন রঘুনাথপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে আসা অসংখ্য রোগীর আত্মীয়স্বজনের কাছে আশা ও সহানুভূতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।





