বনপুলকের মনোরম প্রাকৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সোনাঝুরি সাহিত্য গোষ্ঠীর লিটারারি মিট। সদ্য প্রয়াত অভিনেতা কুচিল মুখার্জির স্মৃতির উদ্দেশ্যে এই মঞ্চের নামকরণ হয় কুচিল মুখার্জি মঞ্চ।
ডিজিটালের যুগে যান্ত্রিকতা কাটিয়ে যুবসমাজকে সাহিত্যের আঙিনায় ফেরানোর উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়। ছৌ, ঝুমুর, লোকনৃত্য ও গানের সুরে মুখরিত হয়ে ওঠে বনপুলক প্রাঙ্গণ। প্রযুক্তির চরম উৎকর্ষের দিনেও এই অনুষ্ঠান প্রমাণ করে দিল বাঙালির সাংস্কৃতি ও সাহিত্যের শিকড় আজও গ্রাম বাংলার অনেক গভীরে প্রোথিত।
advertisement
এ বিষয়ে সংস্থা সম্পাদক অতনু টিকাইত বলেন, এই অনুষ্ঠান এত বড় করে সফলভাবে হচ্ছে কারণ এখানে যে সমস্ত নামিদামি শিল্পীরা এসেছেন তারা সকলেই বিনামূল্যে নিজেদের সাহিত্য কলা ও শিল্পকলাকে ফুটিয়ে তুলেছেন দর্শকদের সামনে। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে দর্শক ও শিল্পীদের মনে একই তরঙ্গ বয়ে গিয়েছে।
এ বিষয়ে আন্তর্জাতিক সঙ্গীতজ্ঞ অর্ক মুখার্জি বলেন, পুরুলিয়ার মতো এত বৈচিত্র্য বাংলার আর কোথাও নেই। এই বৈচিত্রের টানেই বারে বারে এই জেলায় ছুটে আসা। শহরের কোনও ফোক কনসার্টে এই আনন্দ উপভোগ করা যায় না। এই মাটির গন্ধ পাওয়া যায় না। তাই পুরুলিয়া সমস্ত দিক থেকেই সমৃদ্ধ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বনপুলকের কর্ণধার রাজশ্রী চট্টোপাধ্যায় বলেন, সমস্ত গুণী মানুষদের সমাবেশে ভরে উঠেছে বনপুলক। আধুনিকতার যুগে পরবর্তী প্রজন্ম মাটির টান ভুলে যাচ্ছে। তাই তাদের মাটির প্রতি টান বাড়াতেই এই অভিনব আয়োজন। যুবসমাজকে সাহিত্যের সঙ্গে যুক্ত করা, নারী শিক্ষার প্রসার এবং পরিবেশ রক্ষার বার্তা ছিল এই অনুষ্ঠানের মূলভাবনা। একেবারে অন্যরকম সাজে সেজে উঠেছিল গোটা বনপুলক।





