TRENDING:

Purulia News: হাতের কারিগরিতে বেঁচে আছে পরিবার! আগুন ও লোহার সঙ্গেই চলছে জীবনের সংগ্রাম, লৌহশিল্পীদের টিকে থাকার কঠিন লড়াই

Last Updated:

Purulia News: এক প্রবীণ লৌহশিল্পী বলেন, "৪০ বছর ধরে এই কাজ করে আসছি। এই কাজে পরিশ্রমের তুলনায় মজুরি তেমন মেলে না ঠিকই, কিন্তু পুরনো পেশা কোনওরকমে আঁকড়ে ধরে চলেছি, এটাই তো আমাদের চিহ্ন, আমাদের পরিচয়।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাসঃ কয়লা পুড়িয়ে লোহা গলিয়ে দা-ছুরি, বটি-ধামা বানানোই তাঁদের জীবনের মূল ভরসা। হাতের কারিগরিতেই বেঁচে আছে তাঁদের সংসার, তাঁদের স্বপ্ন। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা এই ঐতিহ্যবাহী পেশা আজও পুরুলিয়া জেলার কাশীপুরের কর্মকার পরিবারগুলিকে নতুন করে ঘুরে দাঁড়ানোর শক্তি জোগায়। লোহার পাতায় খোদাই করা সূক্ষ্ম নকশা কেবল কারুকাজ নয়, সেটাই তাঁদের শ্বাস, জীবিকার ছন্দ এবং টিকে থাকার সুর।
advertisement

পুরুলিয়া জেলার কাশীপুরের প্রচুর কর্মকার পরিবার বহু দশক ধরে একই নিষ্ঠায় এই শিল্পকে বহন করে আসছেন। আজও তাঁদের হাতেই তৈরি হয় দৈনন্দিন জীবনের অগণিত প্রয়োজনীয় লোহার সরঞ্জাম। সময় যতই বদলাক, যন্ত্রের দাপটে কমে যাক হাতের কাজের কদর, তবুও তাঁদের হৃদয়ের টান, শিল্পের প্রতি অগাধ ভালবাসা ও পরিশ্রমের দীপ্তি এখনও অটুট।

advertisement

আরও পড়ুনঃ মাংস খেলে নয়, কচ্ছপ বাঁচিয়ে রাখলেই মানুষের লাভ! নানাভাবে সাহায্য করে প্রকৃতির ‘নীরব যোদ্ধা’, সব জানালেন বিশেষজ্ঞ

প্রায় সত্তর বছর বয়সেও কাশীপুরের প্রবীণ লৌহশিল্পী সুভাষ কর্মকার থামিয়ে রাখেননি হাতুড়ির ঘা। বয়স তাঁকে ক্লান্ত করার চেয়ে তাঁর ইচ্ছাশক্তিকে আরও বেশি দৃঢ় করেছে। এই লোকজ শিল্পকে বাঁচিয়ে রাখার অনুপম প্রত্যয়ই তাঁকে আজও কর্মঠ, প্রাণবন্ত ও অনুপ্রেরণার প্রতীক করে রেখেছে। তাঁর কথায়, “৪০ বছর ধরে এই কাজ করে আসছি। এই কাজে পরিশ্রমের তুলনায় মজুরি তেমন মেলে না ঠিকই, কিন্তু পুরনো পেশা কোনওরকমে আঁকড়ে ধরে চলেছি, এটাই তো আমাদের চিহ্ন, আমাদের পরিচয়।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
আগুন ও লোহার সঙ্গেই চলছে জীবনের সংগ্রাম! লৌহশিল্পীদের টিকে থাকার কঠিন লড়াই
আরও দেখুন

জেলার এই মানুষগুলির কাছে এই লৌহশিল্প কেবল এক পেশা নয়, এ এক উত্তরাধিকার, এক সংগ্রামের গল্প, এক অবিনাশী গর্ব। সেই সঙ্গেই বেঁচে থাকার সবচেয়ে নির্ভরযোগ্য ভরসা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: হাতের কারিগরিতে বেঁচে আছে পরিবার! আগুন ও লোহার সঙ্গেই চলছে জীবনের সংগ্রাম, লৌহশিল্পীদের টিকে থাকার কঠিন লড়াই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল