গ্রামবাসীরা জানান, “প্রথমে কালিদহের ভুলুরডি এলাকায় একটি শিয়ালকে দেখা যায়। গ্রামের অমর টুডু নামের এক ব্যক্তি মাঠে গরু চড়াচ্ছিলেন, সেই সময় ওই শিয়ালটি হঠাৎ ঝাঁপিয়ে পড়ে তাঁকে কামড়ায়। এরপর পুকুরে স্নান করতে যাওয়া অঞ্জলি মান্ডির উপরেও শিয়ালটি আক্রমণ চালায়। একইভাবে শৌচকর্ম করতে যাওয়া আরেক গ্রামবাসী কালিদাস টুডুকেও শিয়ালটি রেহাই দেয়নি।”
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালিদহ এলাকার আশেপাশে রামপুর, ভুলুরডি, ছেলিয়া ও জগন্নাথডি সহ বেশ কয়েকটি গ্রাম রয়েছে। সেগুলির চারপাশ ঘিরে গভীর জঙ্গল। অধিকাংশ গ্রামই আদিবাসী অধ্যুষিত এবং প্রায় প্রতিটি বাড়িতে গরু, ছাগল, ভেড়ার মতো গবাদি পশু আছে। এছাড়াও এলাকায় একটি পোলট্রি ফার্মও রয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রামবাসীরা জানিয়েছেন, জঙ্গলে শিয়াল ও অন্যান্য বন্যপ্রাণী আগেও দেখা গিয়েছে। তবে এভাবে মানুষের উপর হামলার ঘটনা আগে কখনও ঘটেনি। ফলে এবারের ঘটনায় গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা প্রকাশ মাহাতো এই বিষয়ে প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তিনি চান, বন দফতর ও প্রশাসন যৌথভাবে এলাকায় নজরদারি চালিয়ে শিয়ালটিকে দ্রুত আটক করুক, যাতে গ্রাম আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারে।






