Purulia Tourism : বাঁধের মাঝে জলে অর্ধেক ডুবে থাকা মন্দির, পুরুলিয়া ঘুরতে গিয়ে মিস করে যান অনেকেই! এখানেই লুকিয়ে রাজবংশের ইতিহাস

Last Updated:

Purulia Tourism : এই বড়বাঁধ পঞ্চকোট রাজবংশের প্রথম রাজা মনিলাল সিং দেওয়ের স্মৃতিচিহ্ন হিসেবে বহু বছর ধরে ঐতিহ্য বহন করে আসছে। 

+
কাশীপুরের

কাশীপুরের ঐতিহাসিক বড়বাঁধ 

পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার কাশীপুরের ঐতিহাসিক বড়বাঁধ, এলাকার ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই বড়বাঁধটি পঞ্চকোট রাজবংশের প্রথম রাজা মনিলাল সিং দেওয়ের স্মৃতিচিহ্ন হিসেবে বহু বছর ধরে ঐতিহ্য বহন করে আসছে।
প্রায় ২৩৩ বছর আগে ১৭৯২ সালে রাজা মনিলাল সিং দেওয়ের মৃত্যুর পর তার সমাধি স্থাপন করা হয় বাঁধের ঠিক মাঝখানে। জলের মধ্যে আজও সেই সমাধি অক্ষত অবস্থায় রয়েছে। যা আজ পুরুলিয়া জেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান হিসেবে বিবেচিত। ১৭৯২ সালের সেই ইতিহাসকে লিপিবদ্ধ করে রাখা কাশীপুর এলাকার বিশিষ্ট লোকশিল্পী ষষ্ঠীপদ বাউরি দিয়েছেন তথ্য।
advertisement
advertisement
তিনি বলেছেন “কাশীপুরের এই বড়বাঁধ আজ এলাকার একটি ঐতিহ্যবাহী বাঁধ হিসেবে পরিচিতি লাভ করেছে। বড়বাঁধের ঠিক মাঝখানে এক বৃহৎ মন্দির রয়েছে, যা সেই সময়ে রাজার সমাধি স্থাপনের পর তৈরি হয়েছিল। এটি এখন কেবলমাত্র একটি ঐতিহ্যবাহী স্থান নয়, বরং এলাকাবাসীদের কাছে এক গর্বের নিদর্শন।” বছরের বেশিরভাগ সময় দূর-দূরান্ত থেকে মানুষ এই ঐতিহাসিক স্থানে আসেন রাজার সমাধি দর্শন করতে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই সমাধিস্থল আজও লোকজনের কাছে একটি প্রিয় স্থান হিসেবে পরিচিত। যা কেবল ঐতিহাসিক গুরুত্বই বহন করে না, বরং এলাকার সাংস্কৃতিক ঐতিহ্যকেও অটুট রাখে। বর্তমানে সমাধি স্থলের মন্দিরটি জলের মধ্যে অক্ষত অবস্থায় রয়ে গিয়েছে। কাশীপুর এলাকার মানুষজনের দাবি, এই ঐতিহ্যবাহী স্থানের সংরক্ষণ ও সংস্কার করা হোক। যাতে পঞ্চকোট রাজবংশের ইতিহাস এবং কাশীপুরের সাংস্কৃতিক ঐতিহ্য আগামী প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia Tourism : বাঁধের মাঝে জলে অর্ধেক ডুবে থাকা মন্দির, পুরুলিয়া ঘুরতে গিয়ে মিস করে যান অনেকেই! এখানেই লুকিয়ে রাজবংশের ইতিহাস
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement